হোম > খেলা > ক্রিকেট

আবারও ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব 

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটিংয়ে ছন্দই যেন খুঁজে পাচ্ছেন না সাকিব আল হাসান। গল টাইটানসের জার্সিতে আবারও ব্যর্থ ব্যাটার সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার আজ যেমন ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন, গল টাইটানসও বড় স্কোর করতে পারেনি। ডাম্বুলা অরাকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে গল। 

কলম্বোর প্রেমাদাসায় টস হেরে আজ প্রথমে ব্যাটিং পেয়েছে গল টাইটানস। পাওয়ার প্লের মধ্যে দুই ওপেনার টিম সাইফার্ট ও শেভন ড্যানিয়েলকে হারায় গল। ১২ বলে ১৫ রান করেন সাইফার্ট। আর ৯ বলে ৭ রান করেন ড্যানিয়েল। তাতে ৪.৩ ওভারে গলের স্কোর হয় ২ উইকেটে ২৫ রান। 

দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন সাকিব। তৃতীয় উইকেটে চ্যাড বোজের সঙ্গে ২০ বলে ২৬ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার এরপর আশান প্রিয়াঞ্জনের সঙ্গে চতুর্থ উইকেটে ১৫ বলে ১৮ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন। তবে বড় ইনিংস খেলতে পারেননি সাকিব। ১৩ বলে ১৩ রান করে বাংলাদেশের এই অলরাউন্ডার বোল্ড হয়েছেন নুর আহমাদের বলে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করেছে গল। ডাম্বুলার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন দুশন হেমন্ত। 

১৩৪ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতে ৪৭ রান করেছে ডাম্বুলা। ১৮ রান করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন লাহিরু কুমারা। এখন পর্যন্ত ১০ ওভারে ১ উইকেটে ৬৬ রান করেছে ডাম্বুলা। আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দো ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত আছেন। 

টুর্নামেন্টে এখন পর্যন্ত সাকিব খেলেছেন ৬ ম্যাচ। ১৬.৬০ গড় ও ১২০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৮৩ রান। পয়েন্ট তালিকায় পাঁচ দলের মধ্যে পাঁচ নম্বরে আছে গল টাইটানস। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক