হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে সিরিজ না জেতার আক্ষেপই কি করছেন রাজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই। তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে, আরও ম্যাচ জিততে পারতেন তাঁরা। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের ঘাম ছুটে যায়। জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ (তৃতীয় ও চতুর্থ) হেরেছে ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখানে গত পরশু মিরপুরে জিম্বাবুয়ে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৪২ রানে শেষ ১০ উইকেট ফেলে দেয়। তবে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুই-একটা ম্যাচ আমরা জিততে পারতাম।’ 

ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। তবে পাঁচ ম্যাচ মিলে ১০০ রানও করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক (৯৩ রান)। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। প্রথম বলে আউট হওয়ার ঘটনাও রয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’ 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ২৪ বলে করেছেন ৪৫ রান। সেই ম্যাচেই জিম্বাবুয়ের যখন ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে, তখনই ব্রায়ান বেনেটের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ২০ বছর বয়সী বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রার), তাওহীদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান বেনেটের। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে রাজা বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণেরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা