হোম > খেলা > ক্রিকেট

সাকিব কৃতিত্ব দিচ্ছেন সাইফউদ্দিনকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষেধাজ্ঞা শেষে এই বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর রানই পাচ্ছিলেন না সাকিব আল হাসান। সেই সাকিব আজ হারারেতে ছন্দে তো ফিরলেনই, আরেকবার দেখিয়ে দিলেন দলের বিপর্যয়ে কীভাবে দেয়ালের মতো দাঁড়িয়ে যেতে হয়। অপরাজিত ৯৬ রান করে প্রায় হারতে বসা ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডারই।

এমন দিনে সাকিব কৃতিত্ব দিচ্ছেন ২৮ রান করা মোহাম্মদ সাইফউদ্দিনকে। ম্যাচ শেষে সাকিব বললেন, ‘সাইফউদ্দিনকে অনেক কৃতিত্ব দিতে হবে। সে দারুণ ভূমিকা রেখেছে।’ 

১৭৩ রানে ৭ উইকেট নেই। এমন বিপর্যয়ে দাঁড়িয়ে সাইফউদ্দিন যেভাবে সাকিবকে সঙ্গ দিয়ে গেছেন—আসলেই কৃতিত্বের দাবি রাখেন এই তরুণ অলরাউন্ডার। অষ্টম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ৬৯ রানের অনবদ্য জুটিতেই তো সাকিব জিম্বাবুয়ের কাছ থেকে কেড়ে নিয়েছেন জয়। সাইফউদ্দিন নিজের আদর্শ মানেন সাকিবকে। বয়সভিত্তিক দল পর্যন্ত গায়ে চড়াতেন সাকিবের জন্যই বিখ্যাত হয়ে যাওয়া ৭৫ নম্বর জার্সিটি। আজ নিজের আদর্শের সঙ্গে দারুণ জুটি গড়লেন। দিন শেষে প্রশংসাও পেলেন।

সাকিব কথা বলেছেন হারারের উইকেট নিয়েও, ‘আজকের উইকেট একটু ধীর গতির ছিল। তাই উইকেট বরাবর বল করা হচ্ছিল, যখন ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ নয়।’ দলকে জেতানো ইনিংসেই ছন্দে ফিরতে পেরে দারুণ খুশি সাকিব, ‘আজ আমাকে দায়িত্ব নিতেই হতো। যেভাবে খেলেছি তাতে আমি খুশি।’

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’