হোম > খেলা > ক্রিকেট

দেশের চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেন ক্রিকেটাররা, বললেন কপিল 

নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। সর্বশেষ আটটি আইসিসি টুর্নামেন্টে এই প্রথম শেষ চারে উঠতে পারল না বিরাট কোহলির দল। ভারতের এই ভরাডুবির কারণ হিসেবে আইপিএলকে দুষছেন কপিল দেব। সাবেক ভারতীয় অধিনায়কের মতে অনেক ক্রিকেটার দেশের চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেন। 

কপিল জানিয়েছেন, তিনি আইপিএল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিপক্ষে নয়। তিনি বলেছেন, ‘খেলোয়াড়রা যদি দেশের হয়ে খেলার থেকে আইপিএলকে বেশি প্রাধান্য দেয় তাহলে আর কিছু বলার থাকে না। আমি ওদের আর্থিক অবস্থা সম্পর্কে অবগত নই, তাই এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে আমার মতে দেশের হয়ে খেলাটা আগে এরপর আসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।’ 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে পুরোপুরি নিষেধও করেননি কপিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইপিএল নিয়ে আরও সচেতন হতে বলেছে, ‘আমি বলব না যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেল না। তবে আইপিএলের বিষয়টি বিসিসিআইয়ের আরও দায়িত্বের সঙ্গে পরিকল্পনা করার দরকার। এই টুর্নামেন্টের ভুলগুলো যেন পরবর্তীতে আর না হয়, সেদিকে নজর রাখতে হবে।’

পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালেই অস্ট্রেলিয়ায়। সময় নষ্ট না করে এখন খেকেই বিসিসিআইকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু নেওয়ার পরামর্শও দেন কপিল। ভারতীয় কিংবদন্তির মতে, ভবিষ্যতের পরিকল্পনা এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, ভারতের পুরো ক্রিকেট মৌসুম তো আর শেষ হয়নি। 

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত