হোম > খেলা > ক্রিকেট

বেশি অর্থপ্রাপ্তির আশায় আমিরাতের লিগের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

বিগ ব্যাশ লিগ ছেড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আরব আমিরাতের  ঘরোয়া টি-টোয়েন্টি লিগ (আইএলটি-টোয়েন্টি) খেলতে আগ্রহী হয়ে পড়েছেন। এর কারণ, আমিরাতের লিগে খেলে বেশি টাকা আয় করা যাবে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের দাবি, তাদের ১৫ ক্রিকেটারকে মোটা অঙ্কের অর্থপ্রাপ্তির প্রস্তাব দিয়েছেন আমিরাতের লিগ আয়োজকেরা। তাই অস্ট্রেলিয়ার আশঙ্কা, অনেকেই বিগ ব্যাশ লিগে না খেলে আমিরাতের লিগে খেলতে পারেন।

বিগ ব্যাশ লিগ ১৩ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।  আর আইএলটি-টোয়েন্টি পরের বছর ৬ জানুয়ারি থেকে  শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত । বিগ ব্যাশে খেললে তাই আমিরাতের লিগে অংশ নেওয়ার কোনো  সুযোগ নেই অস্ট্রেলিয়ার  ক্রিকেটারদের । এ অবস্থায় বেশি টাকা আয়ের আশায় বিগ ব্যাশে খেলতে অস্বীকার করতে পারেন তাঁরা ।

ডেভিড ওয়ার্নার তো শুরুতে আমিরাতের লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে বাধ্য হয়ে ওয়ার্নারের সঙ্গে বিপুল অঙ্কের চুক্তি করেছে সিডনি থান্ডার্স। ২০১৩ থেকে বিগ ব্যাশ না খেলা এই অস্ট্রেলিয়ান ওপেনার খেলবেন আগামী মৌসুমে। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম জানিয়েছে, বিগ ব্যাশ ছেড়ে আমিরাতে খেলতে ১৫ জন ক্রিকেটারকে ৭ লাখ অস্ট্রেলীয় ডলার দেওয়ার কথা বলা হয়েছে।

বিগ ব্যাশে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সর্বোচ্চ পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার অস্ট্রেলীয় ডলার। এর থেকে বেশি টাকা তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই পান। আইপিএলের মালিকেরাই আমিরাতের বিভিন্ন দলের মালিক। তাই ধারণা করা হচ্ছে, বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পারিশ্রমিক আরও না বাড়ালে  তাঁরা বিবিএল থেকে মুখ ফিরিয়ে নেবেন।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট