হোম > খেলা > ক্রিকেট

অ্যান্টিগা টেস্ট দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ, এটা আগে থেকেই জানা ছিল। বাকি ছিল শুধু কবে দুই দলের পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে। গতকাল সেটিও জানিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 

সবশেষ ২০২২ সালের সফরের মতো এবারও টেস্ট দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। ক্যারিবিয়ান সফরে এবারও ২ টেস্টের সঙ্গে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। সবশেষ সফরে স্বাগতিকদের ওয়ানডেতে ধবলধোলাই করলেও বাকি ২ সংস্করণে হেরে যায় বাংলাদেশ। 

সবশেষ সফরের মতো এবারও অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ক্রিকেটের আদি সংস্করণের প্রথমটি শুরু হবে ২২ নভেম্বর। আর দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু হবে ৩০ নভেম্বর। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট সিরিজ শেষেই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর, বাকি দুটি ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডের সব ম্যাচ সেন্ট কিটসে। 

২০২২ সালের সফরে ওয়ানডে দিয়ে সফর শেষ করলেও এবার টি-টোয়েন্টি দিয়ে শেষ সমাপ্তি টানবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের প্রথমটি ১৫ ডিসেম্বর। দ্বিতীয়টি হবে ১৭ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বরের ম্যাচ দিয়ে সফর শেষ হবে। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ সেন্ট ভিনসেন্টে।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ