হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রামে কত রান নিরাপদ বলতে পারেন না কেউই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম সেশনে ৪৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। লিটন দাস আর মুশফিকুর রহিমের পঞ্চম উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান।

লিটন-মুশফিকের অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটিতে চট্টগ্রাম টেস্টে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে সংবাদ সম্মেলনে এসে দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স অবশ্য বললেন এই উইকেটে কত রান নিরাপদ কেউই তা বলতে পারবে না। তিনি বলেন, ‘উইকেট দারুণ ব্যাটিং সহায়ক। এখানে ৪০০ রান নাকি ৫০০ রান যথেষ্ট কেউ জানে না। আমাদের ব্যাটিং চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না অধিনায়ক মনে করেন ইনিংস ঘোষণা করার মতো যথেষ্ট রান হয়েছে।’ 

বাংলাদেশের প্রথম ইনিংস কোথায় থামবে সেটি অনেকটা নির্ভর করবে লিটন-মুশফিকের জুটির ওপর। প্রথম দিনের অবশ্য সব আলো কেড়ে নিয়েছেন এই দুজনই। আরও নির্দিষ্ট করে বললে প্রথম টেস্ট শতক হাঁকানো লিটন ছিলেন আলোচনার কেন্দ্রে। সংবাদ সম্মেলনে প্রিন্সের কণ্ঠেও ঝরেছে লিটনের প্রশংসা, ‘লিটনের আজকের ব্যাটিং দেখে যে কেউ স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটার। কেউ যদি তার ব্যাটিং দেখে এটি না বলে আমি আসলে জানি না তিনি আসলে কী দেখেছেন। কারণ লিটন যে ক্লাস ব্যাটার সেটি সে আজ দেখিয়েছে।’ 

ব্যক্তিগত মাইলফলক অর্জনের সঙ্গে এদিন দলেরও হাল ধরেছেন লিটন। তাঁকে দারুণ সমর্থন জুগিয়েছেন ৮২ রানে অপরাজিত থাকা মুশফিক। প্রিন্সের আশা, এই জুটি কালও দলকে এগিয়ে নেবে।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট