হোম > খেলা > ক্রিকেট

ক্রিকইনফোর ওয়ানডে একাদশে সাকিব-মোস্তাফিজ-মুশফিক

২০২১ সালে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো করতে না পারলেও ওয়ানডেতে দারুণ একটা বছর পার করেছে বাংলাদেশ। সেটির প্রতিফলন দেখা গেল ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে। যেখানে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। টি-টোয়েন্টি একাদশেও জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ।  

তিন বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে একাদশে আছেন তিন আইরিশ ক্রিকেটার। তাছাড়া শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে দুজন আর দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকইনফোর ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন। গত বছর অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো দলগুলোর চেয়ে বেশি ওয়ানডে খেলায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড থেকে সর্বোচ্চ ক্রিকেটার আছেন এই একাদশে।  

ওপেনার হিসেবে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও পাকিস্তানের ফখর জামান। বছরজুড়েই দুর্দান্ত খেলেছেন এ দুই ওপেনার। তিন নম্বরে ব্যাটিং করা বাবর আজম দলের অধিনায়ক। মিডল অর্ডারে আছেন রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম।   

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ

পল স্টার্লিং, ফাখর জামান, বাবর আজম (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিমি সিং, জশ লিটল, দুশমন্থ চামিরা এবং মোস্তাফিজুর রহমান।

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল