হোম > খেলা > ক্রিকেট

ক্রিকইনফোর ওয়ানডে একাদশে সাকিব-মোস্তাফিজ-মুশফিক

২০২১ সালে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো করতে না পারলেও ওয়ানডেতে দারুণ একটা বছর পার করেছে বাংলাদেশ। সেটির প্রতিফলন দেখা গেল ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে। যেখানে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। টি-টোয়েন্টি একাদশেও জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ।  

তিন বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে একাদশে আছেন তিন আইরিশ ক্রিকেটার। তাছাড়া শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে দুজন আর দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকইনফোর ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন। গত বছর অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো দলগুলোর চেয়ে বেশি ওয়ানডে খেলায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড থেকে সর্বোচ্চ ক্রিকেটার আছেন এই একাদশে।  

ওপেনার হিসেবে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও পাকিস্তানের ফখর জামান। বছরজুড়েই দুর্দান্ত খেলেছেন এ দুই ওপেনার। তিন নম্বরে ব্যাটিং করা বাবর আজম দলের অধিনায়ক। মিডল অর্ডারে আছেন রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম।   

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ

পল স্টার্লিং, ফাখর জামান, বাবর আজম (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিমি সিং, জশ লিটল, দুশমন্থ চামিরা এবং মোস্তাফিজুর রহমান।

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি