স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ উঠেছিলে নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। সর্বশেষ মেয়েদের শ্রীলঙ্কা সফরেও বিতর্ক তৈরি হয়েছিল তাঁকে ঘিরে, যার ফলে হারান ম্যানেজার পদ।
দলটির একমাত্র নির্বাচক হিসেবে গত কয়েক বছর দায়িত্ব সামলেছেন মঞ্জু। তবে এবার নির্বাচকের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল আজকের পত্রিকাকে জানিয়েছেন, নারী দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মঞ্জুকে। তবে বিসিবির অন্য কোনো বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে।
নাদেল বলেছেন, ‘তাকে (মঞ্জুকে) নারী বিভাগ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গেম ডেভেলপমেন্ট অথবা বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবে সে।’
মঞ্জুর নতুন পদ অবশ্য এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন নাদেল। নারী বিভাগের প্রধান বলেছেন, ‘মঞ্জুর নতুন দায়িত্ব কী হবে, তা আজকেই জানা যেতে পারে। আজই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে।’