একই উদ্যাপন। হেলমেট খুলে আকাশ ছুঁতে চাইলেন। ব্যাটটা তাক করে সেই উড়ন্ত চুমু আঁকলেন। উদ্যাপনই বলে দিচ্ছে, আরেকটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। মিরপুর টেস্ট প্রথম ইনিংসে করেছেন ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন আরেকটি সেঞ্চুরি।
গতকাল দ্বিতীয় দিন ৭৬ রানে অপরাজিত ছিলেন শান্ত। আজ প্রথম সেশনেই সেটিকে রূপ দিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। প্রথম ইনিংসের মতোই আফগান বোলিং লাইনআপ এলোমেলো করে মাত্র ১১৫ বলে করেছেন সেঞ্চুরি। ইনিংসে ছিল ১৩টি চারের বাউন্ডারি। বাংলাদেশের হয়ে মুমিনুল হকের পর একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন শান্ত।
জাকির হাসানও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু ৭১-এ রানআউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। ততক্ষণে বাংলাদেশের লিড ছাড়িয়ে গেছে ৪৫০। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২২৯ রান। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশের লিড হলো ৪৬৫ রান। শান্ত ১০৬ ও মুমিনুল ২৪ রানে অপরাজিত আছেন।