হোম > খেলা > ক্রিকেট

জোড়া সেঞ্চুরিতে মুমিনুলের পর রেকর্ড পাতায় শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একই উদ্‌যাপন। হেলমেট খুলে আকাশ ছুঁতে চাইলেন। ব্যাটটা তাক করে সেই উড়ন্ত চুমু আঁকলেন। উদ্‌যাপনই বলে দিচ্ছে, আরেকটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। মিরপুর টেস্ট প্রথম ইনিংসে করেছেন ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন আরেকটি সেঞ্চুরি।

গতকাল দ্বিতীয় দিন ৭৬ রানে অপরাজিত ছিলেন শান্ত। আজ প্রথম সেশনেই সেটিকে রূপ দিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। প্রথম ইনিংসের মতোই আফগান বোলিং লাইনআপ এলোমেলো করে মাত্র ১১৫ বলে করেছেন সেঞ্চুরি। ইনিংসে ছিল ১৩টি চারের বাউন্ডারি। বাংলাদেশের হয়ে মুমিনুল হকের পর একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন শান্ত।

২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন মুমিনুল। সব দল মিলিয়ে ৯১তম ক্রিকেটার হিসেবে একই টেস্টে দুই ইনিংসের রেকর্ড গড়লেন শান্ত। নিজের শেষ চার ইনিংসে তৃতীয়বার সেঞ্চুরি করে চুমু আঁকলেন এই বাঁহাতি ব্যাটার। টেস্টে হলো চতুর্থ সেঞ্চুরি।

জাকির হাসানও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু ৭১-এ রানআউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। ততক্ষণে বাংলাদেশের লিড ছাড়িয়ে গেছে  ৪৫০। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২২৯ রান। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশের লিড হলো ৪৬৫ রান। শান্ত ১০৬ ও মুমিনুল ২৪ রানে অপরাজিত আছেন।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ