হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রায় চার বছর পর একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। নিষেধাজ্ঞার পর প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলতে নামছেন সাকিব আল হাসানও। টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য টি–টোয়েন্টি সিরিজ জয়। আজ জিম্বাবুয়ের বিপক্ষে শততম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগেই চোটের কারণে দেশে ফিরতে হচ্ছে ওপেনার তামিম ইকবালকে। এর আগে মুশফিকুর রহিম টেস্ট ম্যাচ শেষেই পারিবারিক কারণে দেশে ফিরেছেন। তাই দলের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।