হোম > খেলা > ক্রিকেট

সবাই স্লিম হয় না, ১৪০ কেজি ওজনের ক্যারিবীয় ক্রিকেটার 

খেলোয়াড়দের নিয়ে ‘বডিশেমিং’ নতুন কোনো ঘটনা হয়। সামাজিকমাধ্যমে খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় প্রায়ই। রাকিম কর্ণওয়াল সেই ভুক্তভোগীদের একজন। যাঁর অতিরিক্ত ওজন নিয়ে সমালোচনা খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। তবে ক্যারিবীয় এই ব্যাটার জানিয়েছেন, স্বাস্থ্য পরিবর্তনের ব্যাপারটি তাঁর হাতে নেই। 

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ‘ক্রিকেট মান্থলি’ ম্যাগাজিনে কয়েকজন স্বাস্থ্যবান ক্রিকেটারের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। অতিরিক্ত ওজন নিয়ে কার কী অভিজ্ঞতা, এখানে তা বর্ণনা করা হয়েছে। ১৪০ কেজি ওজনের কর্ণওয়াল ক্রিকেট খেলার শুরু থেকেই নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন। ২০১৯-এ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসার পর থেকে মূলত পাদপ্রদীপের আলোয় এসেছেন। কর্ণওয়ালের মতে, স্বাস্থ্যের চেয়ে পারফরম্যান্সই মূল কথা। ক্যারিবীয় এই অলরাউন্ডার বলেন, ‘আমার শরীরের গঠন পরিবর্তন করতে আমি পারব না। আমি বেশি লম্বা বা বেশি বড়, আমি এটাও বলতে পারছি না। সবাই খাটো হয় না, স্লিমও হয় না। শুধু আমার দক্ষতাই দেখাতে পারব আমি।’

শুধু কর্ণওয়ালই নন, এ তালিকায় আছেন আজম খান। পাকিস্তানের এই ব্যাটার দুই বছর আগে ৩০ কেজি ওজন কমিয়েছিলেন। তখন বাবা মঈন খান তাঁকে বলেছিলেন, তুমি কি পাগল হয়ে গেছ? কেন করছ তুমি এটা? এটাই আজমকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল বলে কয়েক দিন আগে ক্রিকেট মান্থলিকে জানিয়েছেন। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়ে নেওয়া হয়েছে আরেক উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে। তখন বলা হয়েছিল, পারফরম্যান্সের মানদণ্ডে তিনি বাদ পড়েছেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। আর গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে বিবেচনাতেই আনা হয়নি। এই আজম চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম সেঞ্চুরি করেছেন।

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’