হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিপর্যয়ে শাকিল-রিজওয়ানেরই প্রতিরোধ 

আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছরেরও বেশি সময় ধরে খেলছেন মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে সৌদ শাকিলের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স মাত্র ২ বছর। তবে ২০২৩ বিশ্বকাপ পাকিস্তানের এই দুই ব্যাটারের কাছেই প্রথম ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন রিজওয়ান ও শাকিল। 

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে নেদারল্যান্ডস। রানপ্রসবা উইকেটে প্রথমে ব্যাটিং পেলেও প্রথম পাওয়ারপ্লের আগেই পাকিস্তানের টপ অর্ডার ভেঙে যায়। ৯.১ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৮ রান। 

দ্রুত ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন শাকিল। চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে শুরু করেন ইনিংস মেরামতের কাজ। টপ অর্ডার যেখানে হোঁচট খায়, সেখানে শাকিল-রিজওয়ান ডাচ বোলারদের ওপর পাল্টা আক্রমণে যান। বাউন্ডারির পাশাপাশি স্ট্রাইক রোটেট করে পাকিস্তানের রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েছেন শাকিল-রিজওয়ান। দুজনেই করেছেন সমান ৬৮ রান। যেখানে শাকিল একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন। ৫২ বলের ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। আর রিজওয়ান তাঁর ৭৫ বলের ইনিংসে মেরেছেন ৯ চার।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি