হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপের মধ্যে সাকিব কেন ছুটিতে, জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জিতে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ দল। ইতিমধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনালের আশা প্রায় শেষ তাদের। আগামী শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 

দলের কঠিন সময়ে গত রোববার দেশে ফিরলেন সাকিব আল হাসান। এশিয়া কাপের ঠিক মাঝপথে কী কারণে বাংলাদেশ অধিনায়ক দেশে ফিরলেন, সেটি ছিল রহস্য। কলম্বোয় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে দেশে গিয়েছেন সাকিব। 

এশিয়া কাপ চলাকালীন সাকিব দেশে যাওয়ার ব্যাখ্যায় আজ জালাল ইউনুস বললেন, ‘সাকিবকে ব্যক্তিগতে কারণে ছুটি দিয়েছিল। আমরা এখানে সবাই ছিলাম। আগেও বলেছিল তিন দিনের জন্য (ছুটি লাগবে)। যেহেতু এখানে কোনো অনুশীলন নেই। সে জন্য সে চেয়েছিল ঢাকায় যাবে, একটা ব্যক্তিগত কাজ ছিল বলেছে। সভাপতিও ছিলেন আমাদের সঙ্গে, টিম ম্যানেজমেন্ট, কোচও জানে। সবাই মিলে তাকে এই বিরতিতে ঢাকায় যেতে দিয়েছি।’ 

আগামীকাল আবার শ্রীলঙ্কার উদ্দেশে ফ্লাইট ধরবেন সাকিব। তবে কঠিন সময়ে খেলোয়াড়দের মানসিকভাবে সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকাই থাকে অধিনায়কের। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দিনই সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে দেশের বিমান ধরেন সাকিব। মুশফিক এসেছেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। কিন্তু সাকিবের ব্যাপারটি বাণিজ্যিক বলে গুঞ্জন রয়েছে। একটি শো-রুমের উদ্বোধনে নাকি ঢাকায় আসেন তিনি। 

এই কঠিন সময়ে দল সাকিবকে মিস করছে কি না? এমন প্রশ্নে জালাল ইউনুস বললেন, ‘অধিনায়ককে না (মিস করছে না)। এখানে অধিনায়ক আসছে (কলম্বোয়)। এমন না যেন…। দুই-তিন দিনের জন্য গেছে। এতটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা সমস্যা হচ্ছে না। এসেই হয়তো আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। আশা করছি কাল চলে আসবে।’

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা