হোম > খেলা > ক্রিকেট

৫৮ লাখ টাকায় লঙ্কা প্রিমিয়ার লিগে তাসকিন 

২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের তারকা পেসারকে কিনতে প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়েছে এলপিএলের এক ফ্র্যাঞ্চাইজির। 

এলপিএলের পঞ্চম মৌসুম সামনে রেখে আজ নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলাম থেকে ৫০ হাজার মার্কিন ডলার দিয়ে তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। তাসকিনের সমান ৫৮ লাখ টাকা দিয়ে রহমানউল্লাহ গুরবাজ, দুনিথ ভেল্লালাগেকে কিনেছে কলম্বো। লঙ্কান তরুণ পেসার চামিকা গুনাসেকারাকেও নিয়েছে কলম্বো। গুনাসেকারার দাম ১০ হাজার ডলার (১১ লাখ ৭২ হাজার টাকা)। অ্যাঞ্জেলো পেরেরার দাম গুনাসেকারারও দ্বিগুণ। কলম্বো পেরেরাকে কিনেছে ২০ হাজার ডলার দিয়ে (২৩ লাখ ৪৪ হাজার টাকা)। 

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এলপিএলে নিবন্ধন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেখানে জানা গেছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্তর নাম। এর বাইরে বাংলাদেশিদের মধ্যে আর কেউ নিবন্ধন করেছেন কি না, তা জানায়নি এসএলসি। এই চার জনের মধ্যে শুধু তাসকিনই দল পেয়েছেন। 

তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, লিটন দাস—এই তিন বাংলাদেশি খেলেছেন ২০২৩ এলপিএলে। সাকিব ও লিটন গত এলপিএলে খেলেছেন গল টাইটানসের হয়ে। হৃদয় খেলেন জাফনা কিংসে। ২০২০ থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। জাফনা জিতেছে তিনবার। একবার জিতেছে বি-লাভ ক্যান্ডি। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম। 

আরও পড়ুন:

বিপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরদিনই মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ফুডি

মোস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক অধিনায়ক

মোস্তাফিজের এনওসি নিয়ে কী বললেন বিসিবি সভাপতি

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

ইতালিকে বিশ্বকাপে নিয়ে বাদ পড়লেন এই ক্রিকেটার

আইসিসি রেটিংয়ে আফ্রিদির আরও কাছে ভারতীয় স্পিনার

দারুণ শুরুর পরও লঙ্কানদের বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

ফেরার ম্যাচে সেঞ্চুরি মিসের আক্ষেপ খাজার, তবে...