হোম > খেলা > ক্রিকেট

ফাইনালে হোঁচট খাওয়া ভারতকে মুশফিকের সমবেদনা

১০ ম্যাচের ১০টি জিতে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আগে বেশির ভাগেরই ভবিষ্যদ্বাণী ছিল ভারতের পক্ষে। ঘরের মাঠ, চেনা কন্ডিশন, তার ওপর টুর্নামেন্টজুড়ে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সে তাদের এগিয়ে না রাখার কোনো উপায় কি ছিল। 

টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো ভারত গতকাল ফাইনালেও বিধ্বংসী শুরু করেছিল। প্রথম ১০ ওভারে ২ উইকেটে করেছিল ৮০ রান। তবে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই। বড় মঞ্চে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা তাদের চেয়ে ভালো হয়তো আর কারও জানা নেই। অজিদের দুর্দান্ত বোলিংয়ে ভারত পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২৪০ রানে অলআউট হয়ে গেছে ভারত। ২৪১ রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার প্রথম ৭ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৪৭ রান। সেখান থেকে ট্রাভিস হেড-মারনাস লাবুশেনের ২১৫ বলে ১৯২ রানের জুটিতে অস্ট্রেলিয়া শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলে।

এরপর গ্লেন ম্যাক্সওয়েল ২ রান নিতেই পুরো অস্ট্রেলিয়ান ডাগআউট ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে। এর উল্টো চিত্রটা ছিল ভারতীয় দলের। টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে ফাইনালে এসে তারা হোঁচট খেল। বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব-প্রত্যেকের মুখেই হতাশার ছাপ ছিল স্পষ্ট। ফাইনাল শেষে মুশফিকুর রহিম ভারতীয় দলকে জানিয়েছেন সমবেদনা। নিজের ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। এটা তাদের প্রাপ্য। ভারতীয় দলের জন্য সমবেদনা। তারা টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে।’ 

মুশফিকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। লিটন দাস তাঁর ফেসবুকে লিখেছেন, ‘ষষ্ঠ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন।’ শরীফুল ইসলাম লিখেছেন, ‘অভিনন্দন অস্ট্রেলিয়া।’ মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘২০২৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অসাধারণ অর্জনের জন্য তাদের অভিনন্দন।’

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন