হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের কাছে হারের পর শান্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলেই বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজটা তাই বাংলাদেশের জন্য বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি পর্ব।তবে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর হতাশা ঝরেছে নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। 

২ জুন শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তবে হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘সত্যি বলতে আমরা ভালো খেলিনি। তবে আমার কাছে মনে হয় আরও এক সুযোগ আছে। সেখানে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব বলে মনে করছি।’ 

হিউস্টনে ২১ মে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখাতে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দেয় যুক্তরাষ্ট্র। সেই চমক পরিপূর্ণতা পায় গত রাতে একই ভেন্যুতে। অথচ ১৪৫ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের স্কোর একপর্যায়ে ছিল ১৭ ওভারে ৬ উইকেটে ১২৪ রান। শেষ ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৮ রানে। সিরিজ খোয়ানোর পর শান্তদের সামনে এখন ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি। এ কারণেই আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি। আমাদের মানসিকতা অবশ্যই বদলানো দরকার। গত দুই ম্যাচে ভালো খেলিনি।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড