হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের কাছে হারের পর শান্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলেই বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজটা তাই বাংলাদেশের জন্য বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি পর্ব।তবে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর হতাশা ঝরেছে নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। 

২ জুন শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তবে হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘সত্যি বলতে আমরা ভালো খেলিনি। তবে আমার কাছে মনে হয় আরও এক সুযোগ আছে। সেখানে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব বলে মনে করছি।’ 

হিউস্টনে ২১ মে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখাতে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দেয় যুক্তরাষ্ট্র। সেই চমক পরিপূর্ণতা পায় গত রাতে একই ভেন্যুতে। অথচ ১৪৫ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের স্কোর একপর্যায়ে ছিল ১৭ ওভারে ৬ উইকেটে ১২৪ রান। শেষ ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৮ রানে। সিরিজ খোয়ানোর পর শান্তদের সামনে এখন ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি। এ কারণেই আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি। আমাদের মানসিকতা অবশ্যই বদলানো দরকার। গত দুই ম্যাচে ভালো খেলিনি।’

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত