হোম > খেলা > ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশের মেয়েরা। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

এবার দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের সব ম্যাচ হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ হবে ৫ ডিসেম্বর। ৭ ডিসেম্বর হবের দ্বিতীয় টি-টোয়েন্টি। দুটি ম্যাচ শুরু হবে বেলা ২টায়। তৃতীয় টি-টোয়েন্টি হবে ৯ ডিসেম্বর, শুরু হবে সকাল ১০টায়।

বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: দিশা বিশ্বাস, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা।

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন