হোম > খেলা > ক্রিকেট

দেশের হয়ে খেলবে, নাকি বেটউইনারের চুক্তিতে থাকবে—সাকিবকে পাপন

‘বেটউইনার’ নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি করা নিয়ে তাঁকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে চিঠির উত্তর আজকের মধ্যেই চাওয়া হয়েছে সাকিবের থেকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরিষ্কার জানিয়েছেন, ‘বেটউইনার’ নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে এশিয়া কাপের দলে থাকবে না সাকিব। 

আজ ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত অফিসে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় বিসিবি ৷ সভা শেষে পাপন বলেছেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই, এটা একটা বেটিং কোম্পানি। জুয়া, ক্যাসিনোর সঙ্গে এটা জড়িত। বিসিবিতে দুটো জিনিস পরিষ্কার বলা আছে, কীসের কীসের সঙ্গে সম্পর্ক থাকতে পারবে না। এই কোম্পানির সঙ্গে তো সম্পর্ক আছে। বলতে পারেন এই বেট উইনার একটা নিউজ পোর্টাল। কিন্তু তাদের বেটিং আছে, সবই আছে। আমরা বলেছি, এমন সম্পর্ক থাকতেই পারবে না। এখানে বিশ্লেষণের কিছু নেই। এটা তার ওপর নির্ভর করছে, সেই সিদ্ধান্ত নেবে সে জাতীয় দলে, দেশের হয়ে খেলবে নাকি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে থাকবে। তার চিঠির অপেক্ষায় আমরা। আজ দেখে এরপর সিদ্ধান্ত।’ 

গত সপ্তাহে বেটউইনার’ নিউজ ওয়েবসাইটের পণ্য দূত হয়েছেন সাকিব আল হাসান। তাতেই ঘটেছে যত বিপত্তি। সাকিবের এমন সিদ্ধান্তের পর কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের মধ্যে চুক্তি থেকে সরে আসার বিষয়ে সাকিবের উত্তর চেয়েছে বিসিবি। যদি সাকিব সরে না আসেন সে ক্ষেত্রে তাঁকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণার পথে হাঁটবে বিসিবি। শুধু তাই নয়, বাকি দুই সংস্করণ থেকেও বাদ পড়তে পারেন সাকিব, এমনটাই হুশিয়ারি দিয়েছে বিসিবি সভাপতি। 

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের