হোম > খেলা > ক্রিকেট

দেশের হয়ে খেলবে, নাকি বেটউইনারের চুক্তিতে থাকবে—সাকিবকে পাপন

‘বেটউইনার’ নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি করা নিয়ে তাঁকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে চিঠির উত্তর আজকের মধ্যেই চাওয়া হয়েছে সাকিবের থেকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরিষ্কার জানিয়েছেন, ‘বেটউইনার’ নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে এশিয়া কাপের দলে থাকবে না সাকিব। 

আজ ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত অফিসে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় বিসিবি ৷ সভা শেষে পাপন বলেছেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই, এটা একটা বেটিং কোম্পানি। জুয়া, ক্যাসিনোর সঙ্গে এটা জড়িত। বিসিবিতে দুটো জিনিস পরিষ্কার বলা আছে, কীসের কীসের সঙ্গে সম্পর্ক থাকতে পারবে না। এই কোম্পানির সঙ্গে তো সম্পর্ক আছে। বলতে পারেন এই বেট উইনার একটা নিউজ পোর্টাল। কিন্তু তাদের বেটিং আছে, সবই আছে। আমরা বলেছি, এমন সম্পর্ক থাকতেই পারবে না। এখানে বিশ্লেষণের কিছু নেই। এটা তার ওপর নির্ভর করছে, সেই সিদ্ধান্ত নেবে সে জাতীয় দলে, দেশের হয়ে খেলবে নাকি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে থাকবে। তার চিঠির অপেক্ষায় আমরা। আজ দেখে এরপর সিদ্ধান্ত।’ 

গত সপ্তাহে বেটউইনার’ নিউজ ওয়েবসাইটের পণ্য দূত হয়েছেন সাকিব আল হাসান। তাতেই ঘটেছে যত বিপত্তি। সাকিবের এমন সিদ্ধান্তের পর কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের মধ্যে চুক্তি থেকে সরে আসার বিষয়ে সাকিবের উত্তর চেয়েছে বিসিবি। যদি সাকিব সরে না আসেন সে ক্ষেত্রে তাঁকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণার পথে হাঁটবে বিসিবি। শুধু তাই নয়, বাকি দুই সংস্করণ থেকেও বাদ পড়তে পারেন সাকিব, এমনটাই হুশিয়ারি দিয়েছে বিসিবি সভাপতি। 

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান