হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টি, আলোকস্বল্পতার বাধায়ও প্রথম দিনটা অস্ট্রেলিয়ার 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। বলতে গেলে আলোকস্বল্পতা ও বৃষ্টির বাধায় কেটে গেছে প্রথম দিনটা। খেলা হয়েছে ৪৭ ওভার। তাতে ২ উইকেটে ১৪৭ রানে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। 

এসসিজিতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ১২ রানে ভেঙে যায় স্বাগতিকদের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন এনরিখ নরকিয়া। গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান এই ম্যাচে করেছেন ১০ রান। ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মারনাস লাবুশেন। উসমান খাজার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন লাবুশেন। দুজনেই ফিফটির দেখা পেয়েছেন, যেখানে লাবুশেন করেছেন ১৪তম ফিফটি এবং খাজা সাদা পোশাকে পেয়েছেন ২০তম ফিফটি। 

অস্ট্রেলিয়ার স্কোর যখন ৪৩ ওভারে ১ উইকেটে ১৩৮ রান, তখন মাঠে আলোকস্বল্পতা দেখা দেয়। একই সঙ্গে শুরু হয় বৃষ্টি। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। ৪৭তম ওভারের শেষ বলে ৭৯ রান করা লাবুশেনের উইকেট তুলে নেন নরকিয়া। তাতে দ্বিতীয় উইকেটে লাবুশেন-খাজার ১৩৫ রানের জুটি ভেঙে যায়। এরপর বৃষ্টি আর মাঠের আলো প্রচণ্ড ঝামেলা করায় পুনরায় আর খেলা হয়নি। খাজা ৫৪ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন। আর স্বাগতিকদের ২টি উইকেটই নিয়েছেন নরকিয়া।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে