হোম > খেলা > ক্রিকেট

নিশামের কোচ যদি আজ বেঁচে থাকতেন! 

নিশামের ওই ছক্কার পরও সেদিন জেতা হয়নি নিউজিল্যান্ডের। বেশি বাউন্ডারির নিরিখে শিরোপা হাতছাড়া হয়েছিল কিউইদের। আজও সেই নিশামই ম্যাচের মোড় ঘুরিয়েছেন। যদি জেমস গর্ডন বেঁচে থাকতেন কতই না খুশি হতেন! দুই বছর আগের হাহাকার ভুলে প্রিয় শিষ্যকে নিয়ে গর্বে বুক ভরে যেত তাঁর! 

আবুধাবিতে ফাইনালে ওঠার লড়াইয়ে একটা সময় মনে হচ্ছিল আজও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হতে চলেছে নিউজিল্যান্ডের। দলীয় ১০৭ রানের সময় গ্লেন ফিলিপসকে লিয়াম লিভিংস্টোন ফেরালে ম্যাচ হেলে পড়ে ইংল্যান্ডের দিকে। ম্যাচ জিততে তখন নিউজিল্যান্ডের দরকার ৩০ বলে ৬০ রান। কঠিন এই পরিস্থিতে উইকেটে আসেন নিশাম। পাহাড়সম চাপ মাথায় নিয়ে ভোজবাজির মতো পাল্টে দেন ম্যাচে ছবি। পরের ওভারে সমীকরণ দাঁড়ায় ২৪ বলে ৫৭। 

ক্রিস জর্ডানের ১৭ তম ওভারের প্রথম বলে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ঝড় শুরু করেন নিশাম। ওই ওভারে দুই ছক্কা, এক চারে সব মিলিয়ে ২৩ রান যোগ করে সমীকরণ নাগালের মধ্যে নিয়ে আসেন তিনি। 

আদিল রশিদকে পরের ওভারের দ্বিতীয় বলে আবারও গ্যালারিতে আছড়ে ফেলেন নিশাম। ওই ওভারের শেষ বলে মরগানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ঠিকই, তবে এর আগে ১১ বলে ২৭ রান করে কাজের কাজ করে দিয়েছেন। ম্যাচ শেষে অধিনায়ক কেন উইলিয়ামসনও বললেন একই কথা, ‘নিশাম উইকেটে এসেই মারতে শুরু করে। আর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সত্যি বলতে এটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে।’ 

শেষে দুই ওভারে ২০ রানের সমীকরণ এক ওভারেই মিলিয়েছেন ম্যাচ সেরা ড্যারিল মিচেল। ৫ উইকেটে জেতা ম্যাচে ৪৭ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন এই কিউই ব্যাটার। দুর্দান্ত এ জয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি