হোম > খেলা > ক্রিকেট

শ্বশুরের রেকর্ডে ভাগ বসালেন জামাই আফ্রিদি

বিশ্বকাপে ছন্দে না থাকায় সমালোচিত হচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই সমালোচনার জবাব আজ মাঠেই দিয়েছেন পাকিস্তানি পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে একটি মাইলফলকও ছুঁয়েছেন বাঁহাতি পেসার। 

বেঙ্গালুরুতে যে কীর্তি গড়েছেন শাহিন তাতে নিশ্চয়ই খুশি হয়েছেন তিনি। কেননা আজ ৫৪ রানে ৫ উইকেট নিয়ে তিনি শ্বশুর শহীদ আফ্রিদির পাশে বসেছেন। বিশ্বকাপে দুজনই একাধিকবার পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। আজ তাঁর এই মাইলফলক অর্জনের আগে পাকিস্তানের হয়ে একমাত্র বোলার হিসেবে আফ্রিদি ২ বার ৫ উইকেট নিয়েছিলেন। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজ জামাইকে পাশে পেয়েছেন। 

আজকের আগে ২০১৯ বিশ্বকাপে আরেকবার ৫ উইকেট নিয়েছেন শাহিন। সেদিনের কীর্তিটি আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। পাকিস্তানি পেসারকে শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথম ৫ উইকেট নেওয়াতে সহায়তা করেছেন বাংলাদেশি ব্যাটাররা। সেদিন ৫ নয় ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন শাহিন। ওয়ানডেতে এটি তাঁর ক্যারিয়ার সেরা বোলিংও। 

অন্যদিকে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে ২ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি এক বিশ্বকাপে গড়েন আফ্রিদি। ২০১১ বিশ্বকাপে কেনিয়া ও কানাডার বিপক্ষে। প্রথমবার ৫ উইকেট নেন কেনিয়ার বিপক্ষে মাত্র ১৬ রানে। আর দ্বিতীয়বার ২৩ রানে ৫ উইকেট নেন কানাডার বিপক্ষে।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন