হোম > খেলা > ক্রিকেট

নভেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুয়ায়ী বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। এ সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে বাংলাদেশ। 

সূচি অনুযায়ী টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে সিরিজও খেলার কথা ভাবছে। এক কথায়, পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বোর্ড। 

আজ মিরপুর শেরেবাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান সিরিজটা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই হবে। সূচির ব্যাপারে আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। একইভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গেও (মার্চ-এপ্রিলে বাংলাদেশ যাবে)। পাকিস্তান সিরিজের পরেই আবার আমাদের নিউজিল্যান্ড সফর রয়েছে।’ 

বিসিবির নির্বাচন সামনে রেখে পাঁচ সদস্য নিয়ে গঠিত কমিশনের অন্যতম সদস্য নিজাম উদ্দিন চৌধুরী। স্বাভাবিকভাবেই তাঁকে কথা বলতে হলো নির্বাচন নিয়েও। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমাদের নির্বাচন কমিশন শিগগিরই বৈঠকে বসবে। এই পর্যায়ে আমরা আশা করছি যে, আগামী মাসের প্রথম সপ্তাহে একটা তারিখ নির্ধারণ করব। সেভাবেই নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে।’ 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা