হোম > খেলা > ক্রিকেট

জুলাইতে ভারতের ক্যারিবীয় সফর

আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের নতুন মৌসুম। কোহলি-রোহিতরা মৌসুম শুরু করবেন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। ২০ দিনের ক্যারিবীয় সফরে সীমিত ওভারের দুটি সিরিজ খেলবেন তারা। সফরে থাকছে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে আগামী ২২,২৪ ও ২৭ জুলাই ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। নবনির্মিত ব্রায়ান চার্লস লারা স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচ দুটি মাঠে গড়াবে ১ ও ২ আগস্ট। লড়াইয়ের মঞ্চ সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। ৬ ও ৭ আগস্ট ফ্লোরিডায় কুড়ি ওভারের শেষ দুটি ম্যাচ মঞ্চস্থ হবে। 

অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে যুক্তরাজ্যে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ডাবলিনে আয়ারল্যান্ডের সঙ্গে ২৬ ও ২৮ জুন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। পরে ইংল্যান্ডের বিপক্ষে ঝুলে থাকা একটি টেস্টে মুখোমুখি হবে সফরকারীরা। একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের বিপক্ষে লড়বে ভারত। 

আগামী ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আয়ারল্যান্ড সফরে থাকবে ভারত। পরদিন সেন্ট কিটসের বিমানে চড়বে তারা। তবে লম্বা সফরে দেশ ছাড়ার আগে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দেবে ভারত। ৯ থেকে ১৯ জুন, এ সময়ে প্রোটিয়াদের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উপমহাদেশের দলটি।

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের