হোম > খেলা > ক্রিকেট

টি–টেন ম্যাচে সাকিব খেললেন ‘টেস্ট’

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ইনিংসের প্রথম ১২ বলেই বাংলা টাইগার্স হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। ২.২ ওভারে তাদের স্কোর দাঁড়ায়—২৩/৪। দলের প্রয়োজনে উইকেটে টিকে থাকার দরকার ছিল সাকিব আল হাসানের। সেটিই করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২২ বলে করলেন ১৫ রান। স্ট্রাইকরেট—৬৮.১৮।

ম্যাচটি আবুধাবির টি-টেন লিগে। যেখানে ব্যাটারদের দেখা যায় ধুমধাড়াক্কা ব্যাটিং করতে। তবে ডেকান গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে আজ সাকিব ছিলেন পুরো ‘টেস্ট’ মেজাজে। ৩৫ মিনিটে উইকেটে ছিলেন তিনি। ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি।

৬০ বলের ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলা টাইগার্স ৬ উইকেটে করে ৭২ রান। পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদের (১৯) সঙ্গে সাকিবের ২৮ বলে ২৭ রানের জুটিতে এই স্কোর পায় তারা। মামুলি এই রান তাড়া করে সহজেই জিতেছে গ্ল্যাডিয়েটর্স। ১ উইকেটে করে ৭৪ রান। গ্ল্যাডিয়েটর্স জিতেছে ২৯ বল ও ৯ উইকেট হাতে রেখে।

বোলিংয়ে এসে সাকিব হাত ঘুরিয়েছেন মাত্র ১ বার। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং হাতে নেন তিনি। প্রথম বলেই সাকিবকে ছয় মেরে গ্ল্যাডিয়েটর্সের জয় নিশ্চিত করেন নিকোলাস পুরান (৩৬)। তাঁর সঙ্গে ২৯ রানে অপরাজিত ছিলেন জস বাটলার।

এই জয়ে টি-টেন লিগের তালিকায় ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে গ্ল্যাডিয়েটর্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে সাকিবের বাংলা টাইগার্স।

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান