হোম > খেলা > ক্রিকেট

কেউ খোঁজ রাখেনি সাইফউদ্দিনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে মোহাম্মদ সাইফউদ্দিন। সম্প্রতি লন্ডনে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এখন অনুশীলনে ফিরেছেন তিনি। 

ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন সাইফউদ্দিন। গত ৩-৪ মাসে চোটের সঙ্গে লড়াই নিয়ে তিনি জানালেন, ‘মানুষের জীবনে কখন কী ঘটে বলা মুশকিল। গত ৩-৪ মাস পিঠের চোট নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পুনর্বাসন শেষ করে এখন ঠিক হয়েছি। ফেনী থেকে আসার আগে সিঁড়ি দিয়ে হাঁটছিলাম অন্যমনস্ক হয়ে, কাঁধে একটু ব্যথা লাগে। এখন একটু ভালো। আমরা পেস বোলার যারা আছি, ছোট কোনো ভুলের কারণে চোটে পড়ে যেতে পারি।’ 

আপাতত সাইফউদ্দিনের ভাবনায় নেই জাতীয় দল। তবে চোটে থাকার সময় জাতীয় দলের কোচরা খবর রাখেনি বলে জানিয়েছেন তিনি, ‘এখন আমি জাতীয় দলে নেই। জাতীয় দল নিয়ে তাই ভাবছিও না। যখন ফিরব তখন ভাবব। গত পাঁচ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে, আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব।’ 

এ মাসে শুরু হওয়া ডিপিএলে আবাহনীতে খেলবেন সাইফউদ্দিন। তাঁর ভাবনাজুড়ে তাই এখন শুধু আবাহনী। ফিট থেকে ভালো কিছু করতে চান জানিয়ে তিনি বলেছেন, ‘আপাতত লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। পারফরম্যান্স এবং চোটের ওপর কারও হাত নেই। কেউ জোর গলায় বলতে পারবেন না, চোটে পড়ব না। ফেরার জন্য প্রক্রিয়া ঠিক রাখতে হবে। বাকিটা ভাগ্যের হাতে। ইনজুরির জন্য ৭-৮ মাস মাঠের বাইরে ছিলাম। আবার আসবে না এটা কেউ বলতে পারবে না।’ 

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত