হোম > খেলা > ক্রিকেট

ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর কী বললেন জ্যোতি 

উড়তে থাকা ভারতকে হারালেই বাংলাদেশ উঠে যেত নারী এশিয়া কাপের ফাইনালে। তবে জেতা তো দূরে থাক, নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ পাত্তা পায়নি ভারতের কাছে। বিশাল পরাজয়ে সেমিফাইনালেই বিদায় ঘণ্টা বেজে যাওয়ায় ভাষা হারিয়ে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক। 

ডাম্বুলায় আজ টসের সময় জ্যোতি জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক। টস জিতে তাই ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক। ইনিংসের তৃতীয় বলে দিলারা আকতারের ছক্কা তেমন কিছুরই আভাস দিচ্ছিল। তবে পাওয়ারপ্লেতে রেনুকা সিং বাংলাদেশের টপ অর্ডার ভেঙে দেন। বাংলাদেশের ৮০ রানের মধ্যে সর্বোচ্চ ৩২ রান করেন জ্যোতি। তিনি আর স্বর্ণা আকতার বাংলাদেশের এই দুই ব্যাটার দুই অঙ্ক পেরোতে পেরেছেন। 

৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১০ উইকেটে জিতেছে ৫৪ বল হাতে রেখে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘কী চেয়েছিলাম, সেটাই আমরা বুঝতে পারিনি। পাওয়ারপ্লেতে বেশি উইকেট হারানোতেই ক্ষতি হয়েছে আমাদের। যখন টপ অর্ডার রান পায় না, তখন দলের বড় স্কোর করাটা কঠিন হয়ে যায়। এটা সম্পূর্ণ মানসিকতার ব্যাপার। বড় স্কোর করার সামর্থ্য রয়েছে, তবে ভারতের বিপক্ষে তারা খেলেছে ভিন্নভাবে।’ 
 
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতা এ বছরে বেশ পরিচিত চিত্র। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে বাংলাদেশ যে ১৩ ম্যাচ হেরেছে, সব ম্যাচেই ব্যাটাররা হতশ্রী ব্যাটিং করেছেন। এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। আইসিসি ইভেন্টের আগে ভুল শোধরানোর আশা করছেন জ্যোতি, ‘ব্যাটিং নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। এ কারণেই আমরা ম্যাচ হেরে চলেছি। বিশ্বকাপের আগে ভুলগুলো সংশোধনের চেষ্টা করব।’

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ