হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার তো সমস্যা হয়নি, জাকেরের ‘অজুহাত’ নিয়ে নান্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিনহাজুল আবেদীন নান্নু। ফাইল ছবি

শ্রীলঙ্কার কাছে হারের পর সংবাদ সম্মেলনে এসে জাকের আলী অনিক নিজেদের ব্যাটিং ব্যর্থতার জন্য দুষেছেন বাতাসকে। বলেছেন, ‘বাতাস একটা ফ্যাক্টর। এই মাঠে দুই সাইডে মারা যায় না। এক পাশে গ্রাউন্ডে খেলতে হয়।’

ম্যাচ শুরুর সময় অবশ্য আবুধাবিতে বাতাস বইছিল। তবে সেটি পরাজয়ের কোনো অজুহাত হতে পারে না! তাই জাকেরের অজুহাতে দেশের ক্রিকেটপ্রেমীদের অনেকেই বিস্মিত। কেউ কেউ তো পাল্টা প্রশ্নও তুলছেন—‘একই কন্ডিশনে তো শ্রীলঙ্কাও খেলেছে, তারা পারলে আমরা কেন নয়?’

জাকেরের অজুহাত শুনে অবাক হয়েছেন বিসিবির সাবেক নির্বাচক ও এবারের এশিয়া কাপের আয়োজক কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য মিনহাজুল আবেদীন নান্নু। আবুধাবিতে আজ সংবাদমাধ্যমকে তিনি জানান, বাজে খেলার জন্য বাতাস অজুহাত হতে পারে না। তাঁর ভাষায়,‘ (এমন অভিযোগ) আমি তো কখনো শুনিনি। শ্রীলঙ্কাও একই কন্ডিশনে ব্যাট করেছে, ওরা মানিয়ে নিয়েছে। মাঠে গিয়ে এক-দুই ওভার খেললেই বোঝা যায় কোথায় কীভাবে শট খেলতে হবে। এটা ব্যাটারের দায়িত্ব।’

এই দায়িত্বটাই বাংলাদেশের ব্যাটাররা পালন করতে ব্যর্থ বলে মনে করেন নান্নু, ‘আবুধাবির উইকেটে বল স্কিড করে। এখানে খুব স্বাভাবিক ক্রিকেট খেলতে হবে। আর মাঠও বেশ বড়। অন্যান্য মাঠের তুলনায় এই মাঠের সাইডগুলো অনেক বড়। এখানে শর্ট বলে অনেক চিন্তাভাবনা করে খেলতে হয়।’ কিন্তু খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এই ম্যাচে হারের পর সুপার ফোরের জটিল সমীকরণে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে আফগানিস্তান সবার ওপরে, নেট রানরেটে (+৪.৭০০)। দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কা (+২.৫৯৫)। –০.৬৫০ নেট রানরেট নিয়ে তিনে বাংলাদেশ। তাই সুপার ফোরের আশা জিইয়ে রাখতে নিজেদের শেষ ম্যাচে শুধু আফগানিস্তানকে হারালেই হবে না, লঙ্কানদের বাকি দুই ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

তবে এখনো সুপার ফোরে বাংলাদেশের খেলার সুযোগ দেখছেন নান্নু, ‘সুযোগ একদম চলে গিয়েছে এটা বলব না। অবশ্যই সুযোগ আছে। আফগানিস্তানের সঙ্গে খেলা আছে। তো এই জায়গায় যদি ভালো কিছু করতে পারা যায়, অবশ্যই সুপার ফোরে যাওয়ার একটা সুযোগ পাওয়া যাবে।’

বিপিএল তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি