হোম > খেলা > ক্রিকেট

এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না, সাংবাদিকদের বিজয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে এনামুল হক বিজয় ফিরেছেন সেঞ্চুরিবঞ্চিত হয়ে ১০ রান দূরে থেকে। বিজয়, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর ফিফটিতে প্রথম দিনে বিসিবি সবুজ রান করেছে ৫ উইকেটে ২২০ রান। বিসিবি লাল দলের তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। 

 ৯০ রান করা বিজয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন নেই ঘরোয়া ক্রিকেটে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও নিয়মিত রান করেছেন। লিগের সবশেষ ম্যাচটিতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। কিন্তু ১৩ বছরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। জাতীয় দলে থিতু না হওয়া প্রসঙ্গে বিজয়ের ব্যাখ্যা, ‘জাতীয় দলে খেলোয়াড়দের তো কারণ খোঁজার বিষয় নয়। খেলোয়াড়দের বিষয় হলো সে কতটা পারফর্ম করতে পারছে। যে ভালো খেলে সে জাতীয় দলে থাকতে পারে। দলের সমন্বয়ের কারণে বাইরে থাকতে পারে। একেক সময়ে একেক সংস্করণে খেলা, সে কারণে থাকতে পারে। টেস্ট অনেক দিন পর পর হয়। খেলোয়াড়দের আসলে খোঁজার কারণ নেই। খোঁজা উচিতও নয়।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে বিজয়ের উত্তর, ‘এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না। যারা নির্বাচক প্যানেলে আছেন, যে ওয়েতে আমরা জাতীয় দলে আসি, সেখানে করা উচিত। খেলোয়াড়ের হ্যাঁ বা না উত্তর থাকে না।’ 

তবে বিজয় সামনে থাকা টেস্টের জন্য তৈরি হচ্ছেন ভালোভাবেই। বললেন, ‘টেস্ট ক্রিকেট প্রথম থেকে ভালোবাসি। প্রক্রিয়ার মধ্যে আছি, টেস্টের জন্য তৈরি থাকার চেষ্টা করছি।’

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল