হোম > খেলা > ক্রিকেট

গম্ভীরের ঘুম কেড়ে নিতেন রোহিত

ক্যারিয়ারে ব্যাট হাতে অনেক বোলারেরই ঘুম কেড়ে নিয়েছিলেন গৌতম গম্ভীর। নিজে কাকে ভয় পেতেন তা নিজ মুখে জানিয়েছেন ভারতের সাবেক ওপেনার। তবে যাঁকে ভয় পেতেন তিনি কোনো বোলার নন, একজন ব্যাটার। 

যাঁর ব্যাটিং তাণ্ডবে গম্ভীরের ঘুম হতো না রাতে, সেই ব্যাটার ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স কিংবা বিরাট কোহলি নন, তিনি হচ্ছেন রোহিত শর্মা। ভারতের বর্তমান অধিনায়ককে নাকি আটকানোর কোনো পরিকল্পনাই করতে পারতেন না তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করার সময় তাঁর সব পরিকল্পনা নাকি ভেস্তে দিতেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ‘হিটম্যান’ উপাধি পাওয়া রোহিত। 

রোহিত সম্পর্কে স্টার স্পোর্টসে এমনটাই জানিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘রোহিত শর্মাই একমাত্র ব্যাটার যাকে আমি ভয় পেতাম। সেই একমাত্র ব্যাটার যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। না ক্রিস না এবি ডি ভিলিয়ার্স শুধুই রোহিত। রোহিত যখন ব্যাটিংয়ে থাকত তখন সব সময় আমাকে পরিকল্পনা ‘এ’, ‘বি’ কিংবা ‘সি’ সাজাতে হতো। তবে আমি মনে করি না তাকে কোনো কিছু আটকাতে পারে।’ 

কলকাতাকে ২০১২ এবং ২০১৪ আইপিএলের শিরোপা জেতানো অধিনায়ক গম্ভীর আরও জানিয়েছেন, রোহিত ছাড়া আর কোনো ব্যাটারের জন্য পরিকল্পনা সাজাতেন না তিনি। ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আইপিএলে রোহিত শর্মা ছাড়া আর কোনো ব্যাটারের জন্যই পরিকল্পনা সাজাতাম না। এমন একটা সময় ছিল যখন মাঠের পরিস্থিত দেখার পর বলতাম পরিকল্পনা ‘এ’ ঠিক আছে। কিন্তু রোহিতের জন্য এক রাত আগ থেকেই চিন্তা করতাম, যদি এটা কাজ না করে তাহলে অন্য পরিকল্পনার সহায়তা নিতে হবে।’

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার