হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিং-ব্যর্থতায় শ্রীলঙ্কায় হার দিয়ে শুরু তামিমদের

ক্রীড়া ডেস্ক    

শ্রীলঙ্কায় হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ফাইল ছবি: এসএলসি

শ্রীলঙ্কায় হার দিয়ে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। বাংলাদেশ যুবাদের ৯৮ রানের বড় ব্যবধানে হারিয়েছেন শ্রীলঙ্কান যুবারা। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

কলম্বো ক্রিকেট গ্রাউন্ড মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ভিমাথ দিনসারা। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান করেন তাঁরা। ২৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩৩.৩ ওভারে ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বোলিংয়ে শুরুটা বেশ ভালোই করেছিল আজিজুল হাকিম তামিমের দল। পাওয়ারপ্লেতে জোড়া আঘাত হানেন ইকবাল হোসেন ইমন। ইনিংসের দ্বিতীয় ওভারেই ইমনের বলে উইকেটের পেছনে আউট হন লঙ্কান ওপেনার দুলনিথ সিগেরা। শ্রীলঙ্কার দলীয় রান তখন মাত্র ৭। ৭.৫ ওভারে ইমনের পরের শিকার আরেক লঙ্কান ওপেনার দিমান্থা মাহাভিথানা। তৃতীয় উইকেট জুটিতে ৩৭ রানের প্রতিরোধ গড়ে লঙ্কানরা। ১৮তম ওভারে রিজানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লঙ্কান অধিনায়ক দিনসারা। তাঁর ব্যাট থেকে আসে ৩১ বলে ১৯ রান। একপর্যায়ে ২৯.৫ ওভারে লঙ্কানদের ৬ উইকেট তুলে নিলেও আর উইকেটের দেখা পাননি বাংলাদেশের বোলাররা। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ১২৭ রানের জুটি গড়েন চামিকা হিনাতিগালা ও কাভিজা গ্যামেজ। চামিকা ৯২ বলে ৭৮ এবং গ্যামেজ ৬০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের ইমন ও রিজান নেন ২টি করে উইকেট।

২৪২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারে খারাপ নয়। দলীয় ২৯ রানে ফেরেন ওপেনার জাওয়াদ আবরার (১৪)। আরেক ওপেনার কালাম সিদ্দিকি আধিনায়ক তামিমকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ঠিক পথেই রেখেছিলেন। তামিম ২৪ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটে ৭৪ রান করা বাংলাদেশ পরের ৬৯ রান তুলতেই বাকি ৮ উইকেট হারিয়ে করতে পারে ১৪৩ রান। বাংলাদেশের কালাম সিদ্দিকি সর্বোচ্চ ৪৫ রান করেন। শ্রীলঙ্কার ভিগ্নেশ্বরন আকাশ ৩৫ রানে তুলে নেন ৫ উইকেট।

২৮ এপ্রিল হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার