হোম > খেলা > ক্রিকেট

লঙ্কানদের কাঁপিয়ে দিয়েছিলেন মারুফা

দক্ষিণ আফ্রিকায় কদিন আগে হওয়া নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মারুফা আকতার। বয়সভিত্তিক বিশ্বকাপের ফর্ম মারুফা ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে শ্রীলঙ্কার ইনিংসে কাঁপন ধরিয়েছিলেন বাংলাদেশি এই পেসার। 
 
শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে আসেন মারুফা আকতার। ওভারের তৃতীয় বলে চামারি আতাপাত্তুর উইকেট তুলে নেন মারুফা আক্তার। মারুফাকে তুলে মারতে গিয়ে মিড অনে লতা মন্ডলের তালুবন্দী হন লঙ্কান অধিনায়ক। নিজের করা প্রথম ওভার উইকেট মেডেন দেন মারুফা। দুই ওভার পর বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন। ষষ্ঠ ওভারের প্রথম বলে ভিস্মি গুনারত্নেকে কট অ্যান্ড বোল্ড করেন মারুফা। ঠিক তার পরের বলেই আনুশকা সঞ্জীবনীকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মারুফা। বাংলাদেশি এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৫ রান। আর মারুফা ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। যার মধ্যে ১ ওভার উইকেট মেডেন রয়েছে বাংলাদেশি এই পেসারের।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ধাক্কা ভালোভাবেই পরে সামলেছে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা ৭৯ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১০ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় লঙ্কানরা।

ভারতে মোস্তাফিজদের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করবে বিসিবি

সবচেয়ে কম খরুচে রিশাদ, ১৪ বছর পর ওয়ার্নারের সেঞ্চুরি

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার