হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

শারজাহে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ খেলছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ঐতিহাসিক সিরিজে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৬ উইকেটে নিয়ে দুর্দান্ত শুরু করে আফগানরা। দাপট ধরে রেখে গতকাল দ্বিতীয় ওয়ানডেও জিতে নিয়েছে তারা। 

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। রহমান গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং তাণ্ডবে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩১১ রান তোলে আফগানরা। 

৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে রশিদ খান ও নাঙ্গোলিয়া খারোটের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে ১৩৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন রশিদ। নিজের ২৬তম জন্মদিনটা হয়তো এর চেয়ে সুন্দর করা যেত আফগান অলরাউন্ডারের। ম্যাচ-সেরার পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। 

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় আফগানিস্তান। গুরবাজ ও রিয়াজ হাসান যোগ করেন ১৭.৩ ওভারে ৮৮ রান। ২৯ রানে ফেরেন রিয়াজ। ১১০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রান করেছেন গুরবাজ। ৪২ ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি এটি আফগান ওপেনারের। 

৬৬ বলে ৫০ রান এসেছে রহমাত শাহর ব্যাট থেকে। ৫০ বলে ৬টি ছক্কা ও ৫টি চারে ৮৬ রানে অপরাজিত থাকেন ওমরজাই। ৬ রানে অপরাজিত ছিলেন রশিদ। 

৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল আশা জাগানিয়া। ওপেনিং জুটিতে টেম্বা বাভুমা ও টনি ডে জর্জি ১৪ ওভারে তোলেন ৭৩ রান। বাভুমাকে (৩৮) রানে ফিরিয়ে আফগানিস্তানকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন ওমরজাই। 

তারপর খেই হারায় প্রোটিয়া ব্যাটিং। ৬১ রানে বাকি ৯ উইকেট হারায় তারা। শেষ সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। রশিদের ৫ উইকেটের পাশাপাশি আফগান বাঁহাতি স্পিনার খারোট নিয়েছেন ৪টি উইকেট।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড