হোম > খেলা > ক্রিকেট

ম্যাচের সঙ্গে হৃদয়ও জিতে নিয়েছে নিউজিল্যান্ড

২০১৫ সালের আগ পর্যন্ত আইসিসি ইভেন্ট মানে নিউজিল্যান্ডের দৌড় সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত। ২০১৫ বিশ্বকাপ থেকে সেই রীতি ভাঙতে শুরু করে কিউইরা। গতকাল রাতে ইংল্যান্ডকে হারিয়ে আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। জয়ের পর চারদিক থেকে প্রশংসা বন্যায় ভাসছে কেন উইলিয়ামসনের দল। 

২০১৯ বিশ্বকাপে এই ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। কালও হারের মুখে ছিল কিউইরা। তবে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসিটা উইলিয়ামসনদের। জয়ের পর নিউজিল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কিংবদন্তি ব্যাটার লিখেছেন, ‘কী দুর্দান্ত ম্যাচ। আরেকবার হৃদয় জেতার সঙ্গে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।’ 

নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার নায়ক ড্যারিল মিচেল। ৪৭ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসে কিউইদের জয়ের মশাল জ্বেলেছেন এই ওপেনার। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভন কনওয়ে আর জিমি নিশাম। ক্রিস জর্ডানের এক ওভারে ২৩ রান নিয়ে ম্যাচের গতি পাল্টে দেন নিশাম। টেন্ডুলকারের প্রশংসা পেয়েছেন তিনজনই, ‘মিচেল, কী দুর্দান্ত ইনিংস। কনওয়ে আর নিশাম দারুণ সঙ্গ দিয়েছে।’ 

২০১৯ বিশ্বকাপে বাউন্ডারি সীমানায় ট্রেন্ট বোল্টের পা স্পর্শ হয়ে ছক্কা হয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে গতকালও, ‘এবার বোল্টের চরিত্রে দাঁড়িয়ে যান জনি বেয়ারেস্টো। টেন্ডুলকারের লিখেছেন, বাউন্ডারি সীমানায় বেয়ারেস্টোর ঘটনা ২০১৯ বিশ্বকাপের বোল্টকে মনে করিয়ে দিয়েছে।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড