জিম আফ্রো টি-টেনে টানা তিন ম্যাচ খেলার পর বুলাওয়ে ব্রেভসের একাদশে সুযোগ হয়নি তাসকিন আহমেদের। এক ম্যাচ পর আবারও ফিরলেন তিনি। তাসকিনের ফেরার ম্যাচে বড় জয় পেল বুলাওয়ে।
হারারে স্পোর্টস ক্লাবে গতকাল বুলাওয়ে ব্রেভস খেলেছে হারারে হারিকেন্সের বিপক্ষে। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বিধ্বংসী ব্যাটিং করে হারারে। নির্ধারিত ১০ ওভারে হারারে করে ৪ উইকেটে ১৩৪ রান। ১৯ বলে ২ চার ও ৬ ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এভিন লুইস। তাসকিন ২ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
১৩৭ রান তাড়া করতে নেমে ১৫ রানেই প্রথম উইকেট হারায় বুলাওয়ে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রানআউটের শিকার হয়েছেন ওপেনার বেন ম্যাকডারমট। এরপর উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন অধিনায়ক সিকান্দার রাজা। ২১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। দ্বিতীয় উইকেটে কোবি হার্ফটের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে ম্যাচ অনেকটাই বুলাওয়ের নিয়ন্ত্রণে নিয়ে আসেন রাজা। ৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বুলাওয়ে। ম্যাচ-সেরা হয়েছেন রাজা। ব্যাটিংয়ে ৭০ রান ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
টুর্নামেন্টে এখন পর্যন্ত তাসকিন চার ম্যাচ খেলেছেন। ৮ ওভার বোলিং করে ৫৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন, যার মধ্যে ৫ উইকেটই নিয়েছেন নিজের প্রথম ওভারে। গতকাল নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেয়েছেন বাংলাদেশের এই পেসার।