হোম > খেলা > ক্রিকেট

ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বিজয়দের খেলানো হয়নি, বলছেন তামিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের পরে তামিম ইঙ্গিত দিয়েছিলেন শেষ ওয়ানডেতে একাধিক পরিবর্তন আসতে পারে। কিন্তু কাল উইন্ডিজকে ধবলধোলাই করার লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এর পরও অবশ্য ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। 

কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, কেন একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তিনি বলেন, ‘যখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তখন তারা মনে করেছে যে আমাদের পূর্ণ শক্তি নিয়ে যেতে হবে। আমাদের একটা পরিবর্তন করার দরকার ছিল। কারণ অনেকটা আগের মতো একইরকম উইকেট, তখন আমাদের একজন পেস বোলার কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল।’ 

আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চেয়েছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টর সিদ্ধান্তেই সন্তুষ্ট থেকেছেন ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘যে কথাটা (একাধিক পরিবর্তন) বলেছিলাম, আমার অবশ্যই সেটাই ইচ্ছে ছিল। কন্তু যেটা ম্যানেজমেন্ট বলেছে, আমি সেটাতেও সন্তুষ্ট।’ 

ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত বিজয়দের খেলানো হয়নি। তবে সুযোগ পেয়ে তাইজুল সাদা বলে নিজের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। ২৮ মাস পর ওয়ানডে খেলতে নামা তাইজুল ২৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। হয়েছেন ম্যাচ-সেরাও। 

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা