হোম > খেলা > ক্রিকেট

বিকেলে বোর্ড সভা, বিসিবির দায়িত্ব নিতে যাচ্ছেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকেলে বোর্ড সভা, বিসিবির দায়িত্ব নিতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বিসিবি সভাপতির প্রতি সরকারের চাপ, পরিচালকদের প্রকাশ্য অনাস্থা। ফারুক আহমেদের অনড় অবস্থান থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের মনোনীত পরিচালক কোটা থেকে তাঁকে বাদ দিয়েছে। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের টিকে থাকার লড়াই প্রায় শেষ।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করা হয়েছে। এই সভাকে ঘিরে বেড়েছে সভা আয়োজনের কার্যনির্বাহী কমিটির ব্যস্ততা। নামাজের পরই বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও বোর্ড পরিচালকরা সভাস্থলে পৌঁছাবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সূত্র জানায়, এনএসসি কোটায় মনোনয়ন পাওয়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ গতকালই গ্রহণ করেছে বিসিবির কার্যনির্বাহী পরিষদ। ক্রীড়া পরিষদ কোটার কাউন্সিলর হিসেবে বুলবুল এখন বোর্ড পরিচালকের দায়িত্ব পালনে বৈধতা পেয়েছেন। ফলে আজকের বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়ে তিনি পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

এর আগে গতকাল রাতেই ফারুক আহমেদকে অপসারণের প্রক্রিয়া শুরুর আগেই এনএসসি থেকে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে চিঠি পাঠানো হয়। রাতেই অনলাইন সভার মাধ্যমে বিসিবি পরিচালকরা তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেন। সাবেক এই অধিনায়ককে নিয়ে বিসিবি সভাপতির দৌড়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। তবে এত দিন তিনি বিসিবির কাউন্সিলর ছিলেন না। বিসিবিতে ক্রীড়া পরিষদের মোট পাঁচ কাউন্সিলর থাকেন, যেখান থেকে দুজন পরিচালক মনোনীত হন। আগের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে সেখানে এনএসসি আমিনুলকে মনোনয়ন দিয়েছে।

এদিকে দুই দিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাঁকে দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে ফারুক সাফ জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।

সব মিলিয়ে আজকের বোর্ড সভায় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ফারুক জানিয়েছেন, আগামীকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়