হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগেই সুসংবাদ পেলেন রিশাদ

ক্রীড়া ডেস্ক    

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন রিশাদ হোসেন। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেয়েছেন রিশাদ হোসেন।

সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। নতুন র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ। তাঁর রেটিং পয়েন্ট ৬২৩। ডাম্বুলায় এ সপ্তাহের রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮৩ রানের জয়ে দারুণ অবদান রেখেছেন তিনি। ৩.২ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দুই টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পেয়েছেন ৪ উইকেট। তাঁর সতীর্থ শরীফুল ইসলামও বড় লাফ দিয়েছেন সদ্য হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে এখন ৫৭ নম্বরে শরীফুল।

উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং আশানুরূপ না হলেও বোলিংটা দারুণ হচ্ছে তাঁর। এখন পর্যন্ত দুই টি-টোয়েন্টি ৭.১৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। সমান ৯২ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে মিরাজের সঙ্গে যৌথভাবে ৩৮ নম্বরে আফগানিস্তানের গুলবাদিন নাইব। এদিকে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও নেপালের দীপেন্দ্র সিং ঐরী এই তালিকায় আগের মতোই দুই ও তিনে। স্টয়নিস ও ঐরির রেটিং পয়েন্ট ২১০ ও ২০৯।

রিশাদ-মিরাজদের উন্নতি হলেও তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবরা পিছিয়েছেন আইসিসির সদ্য হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়ে এখন ২৮ নম্বরে তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব র‍্যাঙ্কিংয়ের ৪৬ নম্বর বোলার। তিনি পিছিয়েছেন ১৮ ধাপ। তাসকিন, তানজিম সাকিব—বাংলাদেশের এই দুই বোলার ১০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই খেলেছেন। হাসান মাহমুদ ২ ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ৩৬ নম্বরে। এদিকে শ্রীলঙ্কার নুয়ান তুষারা বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জ্যাকব ডাফি। দুই ও তিনে থাকা আদিল রশিদ ও বরুণ চক্রবর্তীর রেটিং পয়েন্ট ৭১০ ও ৭০৬।

লর্ডসে পরশু রেশ হওয়া ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্টের পর টেস্টে র‍্যাঙ্কিংয়ে অদলবদল হয়েছে। ২ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৮। ১ ধাপ এগিয়ে কেইন উইলিয়ামসন এখন টেস্ট র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় ব্যাটার। কিউই এই তারকা ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৬৭। রুট, উইলিয়ামসন এগোনোয় শীর্ষস্থান খুইয়েছেন হ্যারি ব্রুক। ৮৬২ রেটিং পয়েন্ট নিয়ে এখন ব্রুক অবস্থান করছেন তিন নম্বরে। তিনি পিছিয়েছেন ২ ধাপ।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৬ নম্বরে স্কট বোল্যান্ড। জ্যামাইকায় পরশু রাতে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে হ্যাটট্রিক করেছেন বোল্যান্ড। জসপ্রীত বুমরা ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে। লর্ডস টেস্টে তিনি পেয়েছেন ৭ উইকেট। ৮৫১ ও ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ও তিনে জায়গাটা ধরে রেখেছেন কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা

ব্যবসায় ক্ষতি, সিরিজ জিতেও খুশি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা