হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে ১৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের জোর প্রস্তুতি। এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে একটা ‘স্যান্ডউইচ সিরিজ’ও আছে বাংলাদেশের। সেপ্টেম্বরের শেষে সেই সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে আগামী ১৭ সেপ্টেম্বর। 

জানা গেছে, আজই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বিসিবি। ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতে যাওয়া প্রতিটি ম্যাচ দিবারাত্রির। 

 ২৬ আগস্ট বাংলাদেশ যাবে এশিয়া কাপ খেলতে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে, তাহলে টুর্নামেন্টের পর এক দিনও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। ঠিক তিন দিন পর নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে। 

কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষের পরদিনই ২৭ সেপ্টেম্বর বাংলাদেশকে ধরতে হবে বিশ্বকাপের বিমান। ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর গুয়াহাটিতে সাকিবদের খেলতে হবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ। টানা সূচি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘(ব্যস্ত সূচি নিয়ে) কিছু করার নেই। খেলতে হবে। হাতে সময় নেই। এ কারণে নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ মিরপুরে দিয়েছি।’ 

যদি এশিয়া কাপের সুপার ফোরে কিংবা টুর্নামেন্টের ফাইনালে না উঠতে পারে বাংলাদেশ, তখন অবশ্য বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজের আগে বিরতি মিলতে পারে। তবে এই ‘বিরতি’ এখন ভাবনাতেই নেই বাংলাদেশের, স্বপ্ন তাদের এশিয়া কাপের ফাইনাল খেলা।

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী