এশিয়া কাপ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের জোর প্রস্তুতি। এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে একটা ‘স্যান্ডউইচ সিরিজ’ও আছে বাংলাদেশের। সেপ্টেম্বরের শেষে সেই সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে আগামী ১৭ সেপ্টেম্বর।
জানা গেছে, আজই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বিসিবি। ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতে যাওয়া প্রতিটি ম্যাচ দিবারাত্রির।
২৬ আগস্ট বাংলাদেশ যাবে এশিয়া কাপ খেলতে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে, তাহলে টুর্নামেন্টের পর এক দিনও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। ঠিক তিন দিন পর নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে।
যদি এশিয়া কাপের সুপার ফোরে কিংবা টুর্নামেন্টের ফাইনালে না উঠতে পারে বাংলাদেশ, তখন অবশ্য বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজের আগে বিরতি মিলতে পারে। তবে এই ‘বিরতি’ এখন ভাবনাতেই নেই বাংলাদেশের, স্বপ্ন তাদের এশিয়া কাপের ফাইনাল খেলা।