হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ফ্লাওয়ার

ব্যস্ত সূচির কারণ দেখিয়ে পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। গত জুলাইয়ে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর থেকেই নতুন কোচের খোঁজে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সংবাদমাধ্যমের খবর, বর্তমান প্রধান কোচ মিসবাহ-উল-হকের ওপর আর আস্থা রাখতে পারছে না পিসিবি।

মিসবাহর জায়গায় কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছিল সাবেক ইংলিশ কোচ ফ্লাওয়ারকে। তবে একাধিক টি-টোয়েন্টি লিগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব থাকায় একরকম বাধ্য হয়েই না করে দিয়েছেন ফ্লাওয়ার। 

বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস, সিপিএলে সেন্ট লুসিয়া কিংস, টি-টেন লিগে দিল্লি বুলসসহ দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের প্রধান কোচের দায়িত্বে আছেন ফ্লাওয়ার। আইপিএলের দল পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন ফ্লাওয়ার।

ফ্লাওয়ার কোচের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বিদেশি কোচ নিয়োগ করা কঠিন পড়েছে পাকিস্তান দলের। পাকিস্তান সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, পিসিবির চেয়ারম্যান পদে পরিবর্তন আসলেও মিসবাহ কোচ হিসেবে দীর্ঘ সময় থাকা কঠিন হয়ে পড়বে। সম্ভাব্য নতুন চেয়ারম্যান রমিজ রাজাও বিদেশি কোচ নিয়োগের পক্ষে বলে জানা গেছে।

তবে মিসবাহকে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অপসারণের সম্ভাবনা নেই। বড় টুর্নামেন্টের আগে নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময়ও এখন হাতে নেই।

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...