দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। তবে এই সফরে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আসলে অনিশ্চয়তা তৈরি করেছে বাভুমার চোট। আয়ারল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছে দক্ষিণ আফ্রিকা। গত শুক্রবার সেই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার সময় বাম কনুইয়ে চোট পান বাভুমা। যে চোটের কারণে আগামীকাল সিরিজে শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না তাঁর। সংশয় দেখা দিয়েছে বাংলাদেশ সিরিজে তাঁকে পাওয়া নিয়েও।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বাভুমা এখন দক্ষিণ আফ্রিকা ফিরে যাবেন। চিকিৎসা এবং অবস্থার অগ্রগতির ওপরই নির্ভর করবে তাঁর বাংলাদেশ সফর। তবে তিনি বাংলাদেশ সফর না করলে সেটা দক্ষিণ আফ্রিকা দলের জন্য হবে একটা ধাক্কা। কারণ ৯ বছর আগে, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা যখন দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে, সেই দলটিতে খেলা একমাত্র বাভুমাই আছেন বর্তমান দক্ষিণ আফ্রিকা দলে। বাংলাদেশ সিরিজের আগে বাভুমা ফিট হয়ে না উঠতে পারলে তাঁর পরিবর্তে দলে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম।
বাভুমার চোট পাওয়ার আগে চোটের কারণে বাংলাদেশ সফরের দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে গেছেন পেসার নান্দ্রে বার্গার। ২১ অক্টোবর মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।