হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সফরের আগে বাভুমাকে নিয়ে দুশ্চিন্তায় প্রোটিয়ারা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। তবে এই সফরে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

আসলে অনিশ্চয়তা তৈরি করেছে বাভুমার চোট। আয়ারল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছে দক্ষিণ আফ্রিকা। গত শুক্রবার সেই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার সময় বাম কনুইয়ে চোট পান বাভুমা। যে চোটের কারণে আগামীকাল সিরিজে শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না তাঁর। সংশয় দেখা দিয়েছে বাংলাদেশ সিরিজে তাঁকে পাওয়া নিয়েও। 

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বাভুমা এখন দক্ষিণ আফ্রিকা ফিরে যাবেন। চিকিৎসা এবং অবস্থার অগ্রগতির ওপরই নির্ভর করবে তাঁর বাংলাদেশ সফর। তবে তিনি বাংলাদেশ সফর না করলে সেটা দক্ষিণ আফ্রিকা দলের জন্য হবে একটা ধাক্কা। কারণ ৯ বছর আগে, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা যখন দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে, সেই দলটিতে খেলা একমাত্র বাভুমাই আছেন বর্তমান দক্ষিণ আফ্রিকা দলে। বাংলাদেশ সিরিজের আগে বাভুমা ফিট হয়ে না উঠতে পারলে তাঁর পরিবর্তে দলে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম।

বাভুমার চোট পাওয়ার আগে চোটের কারণে বাংলাদেশ সফরের দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে গেছেন পেসার নান্দ্রে বার্গার। ২১ অক্টোবর মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’