হোম > খেলা > ক্রিকেট

ফিরেই ৫ উইকেট মাশরাফির

প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবে রাঙালেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের মাঝপথে সিলেট স্ট্রাইকার্সের ক্যাম্প ছেড়ে যাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক ডিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসীরূপে দেখা দিয়েছেন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরেই ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। লিজেন্ড অব রূপগঞ্জের ৫ নম্বর বোলার হিসেবে বোলিং করতে এসে প্রতিপক্ষের দারুণ শুরুটাকে ভেঙে চুরে দেন তিনি। ৪০ বছর বয়সী পেসার যখন প্রথম উইকেট নেন তখন প্রতিপক্ষের সংগ্রহ ৫৯ রানে ২ উইকেট। কিন্তু মুহূর্তের মধ্যেই গাজী গ্রুপের সেই স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১০৫ রান।

প্রতিপক্ষের পরের ৫ উইকেটের ৪টিই নেন মাশরাফি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ। ৩৫.৪ ওভার ব্যাটিং করে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা আনিসুল ইসলাম।

আজ মাঠে নামার আগে সর্বশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ১৩ মে। এই মাঠেই সেদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নিয়েছিলেন। আর আজ ৮ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’