হোম > খেলা > ক্রিকেট

সিরিজ বাতিলের সুযোগ নেই, বললেন পাপন

নিউজিল্যান্ড সফরের প্রথম কয়েক দিন ভালো গেলেও এরপরে একের পর এক খারাপ সংবাদ আসতে থাকে। করোনার কারণে বাংলাদেশ দল এখন পর্যন্ত অনুশীলনে নামতে পারেননি। আছে হোটেলবন্দী হয়ে। এমন পরিস্থিতিতে সিরিজ বাতিলেরও শঙ্কা জেগেছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলছেন, সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই। 

খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে বিসিবি সভাপতি নিজেও অবগত। টানা খেলার মধ্যে থাকায় খেলোয়াড়রা বিশ্রাম পাচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দিয়ে দেশে ফিরে আসা যায় কী না। আসলে এটার কোনো সুযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।’ 

শুধু নিউজিল্যান্ড সিরিজ নয় বাংলাদেশ দলের ব্যস্ত সূচি পুরো ২০২২ সাল জুড়েই। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকেই দম ফেলার ফুসরত পাচ্ছেন না ক্রিকেটাররা। বিসিবি সভাপতিও যেন সেই কথায় মনে করিয়ে দিলেন, ‘দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন তারা নিউজিল্যান্ড সফরে আছে। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই আবার বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।’ 

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত ভারতকে নিয়ে বোর্ডের ‘তদন্ত’

অ্যাশেজ শেষ প্যাট কামিন্সের, বিশ্বকাপে খেলতে পারবেন তো