হোম > খেলা > ক্রিকেট

সিরিজ বাতিলের সুযোগ নেই, বললেন পাপন

নিউজিল্যান্ড সফরের প্রথম কয়েক দিন ভালো গেলেও এরপরে একের পর এক খারাপ সংবাদ আসতে থাকে। করোনার কারণে বাংলাদেশ দল এখন পর্যন্ত অনুশীলনে নামতে পারেননি। আছে হোটেলবন্দী হয়ে। এমন পরিস্থিতিতে সিরিজ বাতিলেরও শঙ্কা জেগেছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলছেন, সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই। 

খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে বিসিবি সভাপতি নিজেও অবগত। টানা খেলার মধ্যে থাকায় খেলোয়াড়রা বিশ্রাম পাচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দিয়ে দেশে ফিরে আসা যায় কী না। আসলে এটার কোনো সুযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।’ 

শুধু নিউজিল্যান্ড সিরিজ নয় বাংলাদেশ দলের ব্যস্ত সূচি পুরো ২০২২ সাল জুড়েই। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকেই দম ফেলার ফুসরত পাচ্ছেন না ক্রিকেটাররা। বিসিবি সভাপতিও যেন সেই কথায় মনে করিয়ে দিলেন, ‘দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন তারা নিউজিল্যান্ড সফরে আছে। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই আবার বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।’ 

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ