হোম > খেলা > ক্রিকেট

২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান লিগে ‘সিংহাসন’ হারালেন রিশাদ

ক্রীড়া ডেস্ক    

রিশাদ হোসেনকে ছাড়িয়ে গেলেন জেসন হোল্ডার। ছবি: ক্রিকইনফো

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

এবারের পিএসএলে দুটি ভিন্ন দলের হয়ে খেলছেন রিশাদ ও হোল্ডার। রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে। আর হোল্ডারের ইসলামাবাদ ইউনাইটেড গত রাতে খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডার বোলিং করেছেন ৭.১২ ইকোনমিতে।

মুলতান সুলতানসের বিপক্ষে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন হোল্ডার। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৭ নম্বরে ব্যাটিং করেছেন তিনি। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন পুরো ৪ ওভার বোলিং করেই। ফিল্ডার হিসেবে ধরেছেন দুই ক্যাচ।

হোল্ডারের শীর্ষে ওঠার দিনে ইসলামাবাদ জিতেছে ৪৭ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান। জবাবে মুলতান ১৮.৪ ওভারে ১৫৫ রানে অলআউট হয়েছে। ইসলামাবাদের ইমাদ ওয়াসিম, শাদাব খান নিয়েছেন ২ ও ১ উইকেট। হোল্ডারের পর সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে দুইয়ে চার ক্রিকেটার। রিশাদের সমান ৬ উইকেট পেলেও ইকোনমির কারণে এগিয়ে ইমাদ ও শাদাব। ইসলামাবাদের দুই স্পিনার ৭-এর কম ইকোনমিতে বোলিং করেছেন। বাংলাদেশি লেগ স্পিনারের ইকোনমি ৭.১২। ৬ উইকেট নেওয়া আরেক বোলার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার আহমেদ বোলিং করেছেন ৯.৩৭ ইকোনমিতে।

এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। কোয়েটা ও করাচির বিপক্ষে ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে লাহোরের নেট রানরেট ‍+২.০৫১। তিন ম্যাচের দুটিতে জিতে এখন লাহোরের ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। লাহোরের পরের ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।

২০২৫ পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার

দল উইকেট ইকোনমি

জেসন হোল্ডার ইসলামাবাদ ৯ ৭.১০

ইমাদ ওয়াসিম ইসলামাবাদ ৬ ৬.৬৭

শাদাব খান ইসলামাবাদ ৬ ৬.৭৭

রিশাদ হোসেন লাহোর ৬ ৭.১২

আবরার আহমেদ কোয়েটা ৬ ৯.৩৭

*২০২৫-এর ১৬ এপ্রিল ইসলামাবাদ-মুলতান ম্যাচ পর্যন্ত

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া