হোম > খেলা > ক্রিকেট

ফাইনাল খেলতে না পারা দুজনই রান ও উইকেটের রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিলেন বাবর আজম। সর্বোচ্চ রানের দিক দিয়ে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারলেন না কেউ। আর ১৬ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার শ্রীলঙ্কা অবশ্য বাদ পড়েছিল শেষ চারের আগেই। আর পাকিস্তান থেমেছিল শেষ চারে।

অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবর করেছিলেন ৩৪ বলে ৩৯ রান। এর আগে সুপার টুয়েলভে ৫ ম্যাচের চারটিতেই ফিফটি করেছিলেন পাকিস্তান অধিনায়ক। ছয় ম্যাচে ৬০.৬০ গড় আর ১২৬.২৫ স্ট্রাইক রেটে করেছেন ৩০৩। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন ওয়ার্নার। 

 ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলা ওয়ার্নারের রান ২৮৯। অস্ট্রেলিয়ান ওপেনারের গড় ৪৮.১৬ আর স্ট্রাইক রেট ১৪৬.৭০। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটার করেছেন ২৮১ রান। আর এবারের বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ান জশ বাটলার আছেন এই তালিকার চার নম্বরে। ইংলিশ ওপেনারের রান ২৬৯। 

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা চারে নিউজিল্যান্ডের কেউ না থাকলেও উইকেট শিকারের তালিকায় অবশ্য দুই নম্বরে আছেন ট্রেন্ট বোল্ট। ১৪ উইকেট নিয়েছেন এই কিউই পেসার। আর ১৬ উইকেট নিয়ে সবার ওপরে ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান লেগ স্পিনারের পর ১৪ উইকেট নিয়ে বোল্টের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন অ্যাডাম জাম্পা। এই তিনজনের পরেই আছেন ১১ উইকেট নেওয়া সাকিব আল হাসান ও জশ হ্যাজেলউড। 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ