হোম > খেলা > ক্রিকেট

ফাইনাল খেলতে না পারা দুজনই রান ও উইকেটের রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিলেন বাবর আজম। সর্বোচ্চ রানের দিক দিয়ে ফাইনালেও তাঁকে টপকে যেতে পারলেন না কেউ। আর ১৬ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার শ্রীলঙ্কা অবশ্য বাদ পড়েছিল শেষ চারের আগেই। আর পাকিস্তান থেমেছিল শেষ চারে।

অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবর করেছিলেন ৩৪ বলে ৩৯ রান। এর আগে সুপার টুয়েলভে ৫ ম্যাচের চারটিতেই ফিফটি করেছিলেন পাকিস্তান অধিনায়ক। ছয় ম্যাচে ৬০.৬০ গড় আর ১২৬.২৫ স্ট্রাইক রেটে করেছেন ৩০৩। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন ওয়ার্নার। 

 ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলা ওয়ার্নারের রান ২৮৯। অস্ট্রেলিয়ান ওপেনারের গড় ৪৮.১৬ আর স্ট্রাইক রেট ১৪৬.৭০। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটার করেছেন ২৮১ রান। আর এবারের বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ান জশ বাটলার আছেন এই তালিকার চার নম্বরে। ইংলিশ ওপেনারের রান ২৬৯। 

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা চারে নিউজিল্যান্ডের কেউ না থাকলেও উইকেট শিকারের তালিকায় অবশ্য দুই নম্বরে আছেন ট্রেন্ট বোল্ট। ১৪ উইকেট নিয়েছেন এই কিউই পেসার। আর ১৬ উইকেট নিয়ে সবার ওপরে ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান লেগ স্পিনারের পর ১৪ উইকেট নিয়ে বোল্টের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন অ্যাডাম জাম্পা। এই তিনজনের পরেই আছেন ১১ উইকেট নেওয়া সাকিব আল হাসান ও জশ হ্যাজেলউড। 

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল