কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় একটু এগিয়ে থেকেই সিরিজটা শুরু করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে অবশ্য বলছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তাঁরা।
ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ধবলধোলাইয়ের স্মৃতি এখনো সতেজ মুমিনুলদের। নিউজিল্যান্ডে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার তিক্ত স্মৃতিও এত দ্রুত ভোলার নয়। ব্যর্থতা থেকে বের না হতেই চলে এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ।
বাংলাদেশের তুলনায় কিছুটা স্বস্তিতে আছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ ড্র করে আসার সুখস্মৃতি আছে করুনারত্নে-মেন্ডিসদের। বাংলাদেশকে তবুও হালকাভাবে নিচ্ছেন না লঙ্কান অধিনায়ক। বাংলাদেশ দলে মুশফিক-তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকায় প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে করুনারত্নে বলেছেন, ‘তারা (মুশফিক-তামিম) অনেক বছর এক সঙ্গে নানা প্রান্তে খেলছে। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় ভালো করে জানে তারা। আমাদের ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে।’
বাংলাদেশ অবশ্য একটি পরিসংখ্যান থেকে অনুপ্রাণিত হতে পারে। ঘরের মাঠে খেলা সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এবার বাংলাদেশ যেন ‘ইংল্যান্ড’ না হয়ে উঠতে পারে, লঙ্কানরা অবশ্য সব চেষ্টাই করবে।