হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ড সিরিজে পেতেই তামিমের বিপিএল শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চোটে পড়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর খেলা হচ্ছে না তামিম ইকবালের। পিঠের চোট নতুন করে মাথাচাড়া দিয়েছে তাঁর। খুলনা টাইগার্স নিজেদের শেষ দুই ম্যাচে পাচ্ছে না ওপেনার তামিমকে। 

আজ খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, তামিমের ব্যাক স্ট্রেইনে (পিঠের চোট) যে সমস্যা ছিল, সেটা বাঁহাতি ওপেনারকে ভোগাচ্ছে। ইংল্যান্ড সিরিজে ফিট তামিমকে পেতেই এই বিরতি দেওয়া হচ্ছে। 

আজ মিরপুরে সুজন বলেছেন, ‘তামিমের একটু সমস্যা আছে। ওর পিঠের চোটের যে সমস্যা ছিল, আবার একটু ভুগছে। আমাদের টিম ফিজিও, জাতীয় ফিজিও জুলিয়ান আসছে, সেও আজ মাঠে আমার সঙ্গে কথা বলেছে। যেহেতু সামনে ইংল্যান্ড সিরিজ আছে, সেটা বড় চিন্তা আমাদের। তামিমকে তাই বিরতি দেওয়ার চিন্তা করেছি। এখন খেললে হয়তো আরও খারাপ হতে পারে।’ 

খুলনার প্রধান কোচ আরও বলেছেন, ‘সবার আগে দেশ। আমাদের মালিকেরাও সেটা ভালোভাবে নেবেন। আজ পরিস্থিতি যদি অন্যরকম থাকত, আমরা কোয়ালিফায়ার খেলব। আমাদের ওয়ানডে দলের অধিনায়ক, অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই বিপিএলের বাকি দুই ম্যাচে তাকে বিরতি দেওয়া হয়েছে।’ 

শেষ চারের আগেই খুলনার বিদায় নিশ্চিত হয়ে গেছে। তাদের সামনের দুই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে তামিমকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না বললেন সুজন, ‘ইংল্যান্ড সিরিজে তাকে নিয়ে যদি আশঙ্কা না থাকে, এ কারণেই মূলত বিরতিটা। এমন নয় যে, সে ১০ ভাগ দিয়ে খেলবে। শতভাগ দিয়ে খেলবে।

ফিল্ডিং করতে হবে ২০ ওভার, ডাইভ দিতে হবে। তবে পরিস্থিতি যদি অন্য হতো তামিমও হয়তো তখন অন্যভাবে চিন্তা করত। এখন আমাদের কোনো সুযোগ নেই বিপিএলে, তাই ওর বিরতি দেওয়াটা জরুরি।’

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ