ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশে পা রাখামাত্রই ভারতীয় ক্রিকেট দলকে কীভাবে আপ্যায়ন করা হয়, সেটা অতীতে অনেকবার দেখা গেছে। তারকা ক্রিকেটারদের একনজর দেখতে বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা যায়। তবে এবার ইংল্যান্ড সফরের শুরুতে যা হলো, সেটা চমকে দেওয়ার মতো।
শুবমান গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লন্ডনে গতকাল পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। লন্ডন বিমানবন্দরে নামামাত্রই নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্তসহ ক্রিকেটাররা হাসিমুখে একে অপরের সঙ্গে গল্প করছেন। কিন্তু ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কোনো গণমাধ্যমকর্মী বা ভক্ত-সমর্থক দেখা যায়নি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে কোনো এক সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আমি তেমন কোনো আমেজ দেখলাম না। ন্যূনতম একজন ভক্ত কিংবা কোনো গণমাধ্যমকর্মীকে দেখলাম না।’
ভারত সবশেষ বিদেশে টেস্ট খেলেছে ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। সেই সিরিজে দেখা গেছে, বিমানবন্দর থেকে অনুশীলন পর্যন্ত কোহলি-রোহিতদের সঙ্গে ভক্ত-সমর্থক ও গণমাধ্যমকর্মী থাকতেন। অ্যাডিলেডে গত বছরের নভেম্বরে কোহলির সঙ্গে এমনটা ঘটেছে। তবে এবারের ইংল্যান্ড সফরে ভারতকে আসতে হয়েছে কোহলি-রোহিতদের মতো তারকাদের ছাড়াই। মে মাসে এক সপ্তাহের ব্যবধানে টেস্টকে বিদায় জানিয়েছেন কোহলি ও রোহিত। দুজনেই সামাজিক মাধ্যমে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসর নিয়েছেন। ভারতীয় দুই তারকা ক্রিকেটার না আসাতেই হয়তো বিমানবন্দরে ভক্ত-সমর্থক, গণমাধ্যমকর্মীরা আসেননি।
২০ জুন শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
রোহিত-কোহলি সবশেষ বোর্ডার গাভাস্কার সিরিজেই টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। টেস্ট থেকে রোহিত অবসর নেওয়ায় অধিনায়কের শূন্যস্থান গিল পূরণ করেছেন। গিলের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজের দলে সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডির মতো তরুণেরা আছেন। এই সিরিজ দিয়ে ৮ বছর পর টেস্টে ফিরেছেন করুণ নায়ার।