হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কাকে হেসেখেলে হারাল আফগানিস্তান

প্রথমবারের মতো শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে আসে আফগানিস্তান ক্রিকেট দল। এই সিরিজে শুভসূচনা করে আফগানিস্তান। পাল্লেকেলেতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়েছে আফগানিস্তান। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা। 

২৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ১০ ওভারে লঙ্কানরা করে ২ উইকেটে ৭১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও স্বাগতিকদের সাবলীলভাবেই এগিয়ে নিচ্ছিলেন পাথুম নিশাঙ্কা। লঙ্কান এই ওপেনার পেলেন চতুর্থ ওয়ানডে ফিফটি। তবে ২৯.৩ ওভারে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে যান নিশাঙ্কা। ইনিংসে সর্বোচ্চ ৮৩ বলে ৮৫ রান করেন এই ওপেনার। তখন শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬৮ রান। এখান থেকেই মূলত লঙ্কানদের ইনিংসের ভাঙন শুরু হয়। ৩৮ ওভারে ২৩৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। আফগান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। 

ম্যাচসেরা হয়েছেন ইব্রাহিম জাদরান। ১২০ বলে ১০৬ রান করেছেন তিনি। ১১টি চার মেরেছেন আফগানিস্তানের ব্যাটার।

এর আগে পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে আফগানরা করে ২৯৪ রান। ইনিংসে সর্বোচ্চ ১০৬ রান আসে ইব্রাহিমের ব্যাট থেকে, যা এই আফগান ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের