হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ সূচিতে স্বচ্ছতা চান হাথুরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। পাঁচ মাসের কিছু বেশি সময় বাকি আছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। যদিও এখনো বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়নি। সূচিটা আগেভাগে ঘোষণা করা হলে স্বচ্ছতা পাওয়া যেতে পারে বলে মনে করেন চণ্ডিকা হাথুরুসিংহে।

আজ সিলেটে বাংলাদেশ দলের তিন দিনের রুদ্ধশ্বাস ক্যাম্পের শেষ দিন। অনুশীলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন হাথুরুসিংহে। এখনো বিশ্বকাপের সূচি ঘোষণা না হওয়া সমস্যা কি না—এমন প্রশ্নে বাংলাদেশ দলের এই কোচ বলেন, ‘এটা শুধু আমাদের জন্য নয়, সবার ওপরেই প্রভাব পড়ছে। আমার মনে হয়, ভারত দ্রুতই (সূচি) ঘোষণা করবে। আগে ঘোষণা করা হলে ভালো হয়। খানিক স্বচ্ছতা পাওয়া যায়।’

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ভারত বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে। যদিও এখনো আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা হয়নি। বিশ্বকাপ ছাড়াও দলের বিভিন্ন ইস্যুতে আজ কথা বলেছেন হাথুরুসিংহে। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতায় একটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে আগ্রাসী ক্রিকেটের স্রোত বইছে তৌহিদ হৃদয়দের মননে।

তবে হাথুরুসিংহে মনে করেন, আগ্রাসী ক্রিকেট মানে এই না যে সব সময় বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। তিনি বলেছেন, ‘আমাদের মানসিকতা সব সময় থাকবে ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলার। এর মানে এমন না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে। ক্রিকেটারদেরও আমি এই কথা বলি সব সময়। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক আগ্রাসী মানসিকতা নিয়ে করা। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা। সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ডিং সাজানো কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদের এই স্বাধীনতা দিতে চাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে